Bengal News LIVE Update: বাংলার বকেয়া মেটাতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের!

Mon, 12 Feb 2024-5:41 pm,

west bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)


 


Latest Updates

  • জোট যখন টানাপোড়েন অব্যাহত, তখন একশোর দিনের প্রকল্পের বাংলার বকেয়ার নিয়ে সরব রাহুল গান্ধী। বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে।

  • বিহার বিধানসভায় আস্থা ভোটের ভোটাভুটিতে ওয়াকআউট করল বিরোধীরা। ফলে বিনা বাধায় ভোটে বৈতরণী পার করলেন নীতীশ কুমার। নীতীশের পক্ষে পড়ল ১২৯ ভোট। বিপক্ষে শূন্য।

  • সন্দেশখালিতে রাজ্যপাল, ক্ষোভে ফুঁসছে এলাক। সি ভি আনন্দ বোসের সামনেই আর্তনাদ মহিলাদের।

  • আজ আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী অভিনেতা-কাম-রাজনীতিবিদ দেব। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখিও হন। ওদিকে সন্দেশখালিতে রাজ্যপাল গিয়েছেন-- এ প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী বলেন, যিনি যেখানে খুশি যেতেই পারেন। আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম। তারা রিপোর্ট দিয়েছে। আর যাদের বিরুদ্ধে ক্ষোভ, তাদের গ্রেফতার করা হয়েছে। তবে, শাহজাহান প্রসঙ্গে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। 

  • বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ মোট ছয় বিজেপি বিধায়ক সাসপেন্ড। 

  • স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত বিধানসভা

  • গভর্নরের কনভয়ের সামনে 'গো ব্যাক' স্লোগান। গাড়ি থামিয়ে নামলেন গভর্নর 

  • আজ বিহারে নীতীশ কুমারের আস্থা ভোট -

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    এনডিএ বনাম মহাজোট।
    মোট আসন ২৪৩
    ম্যাজিক ফিগার ১২২

    এনডিএ -
    বিজেপি ৭৮
    জেডিইউ ৪৫
    হ্যাম ৪
    নির্দল ১

    মহাজোট -
    আরজেডি ৭৯
    কংগ্রেস ১৯
    বাম ১৬

    দুই পক্ষই রাতভর নিজেদের বিধায়কদের ধরে রাখতে মরিয়া।

  • ওখানেই সন্দেশখালির খবর পাই: রাজ্যপাল 

  • রাজ্যপাল বলেন, 'শকিং ইনসিডেন্ট'। তিনি আরও বলেন, 'কেরালার অনুষ্ঠান কর্মসূচি কাটছাঁট করে ফিরে এসেছি'।

  • বাংলায় ফিরলেন রাজ্যপাল বোস। বিমানবন্দর থেকে সরাসরি যাচ্ছেন সন্দেশখালি  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link