West Bengal News LIVE Update: `ধর্ষিতা` নাবালিকাকে কোর্ট চত্বরে খুনের হুমকি অভিযুক্তের বন্ধুদের বিরুদ্ধে! সিসিটিভি ফুটেজে তোলপাড়...

Soumitra Sen Sun, 05 Jan 2025-11:55 am,

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Barasat: ধর্ষিতা নাবালিকাকে কোর্ট চত্বরে খুনের হুমকি অভিযুক্তের বন্ধুদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারির নির্দেশ বিচারকের। পাশাপাশি পুলিসকে নাবালিকার পুলিসি নিরাপত্তার নির্দেশ।

     

  • India vs Australia 5th Test Day 3: মাত্র আড়াই দিনেই সিডনি টেস্টে জয় পেল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৬২ রান লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার। মাত্র চার উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত  লক্ষ্যে পৌঁছে যায় তারা। সিরিজ ৩-১ হারল ভারত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও এবার আর যাওয়া হল না ভারতের। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ চার রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায়। তবে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে বল করতে পারেননি বুমরা।

  • Fog in Sunday Morning: আজ শুধুই কুয়াশা। দক্ষিণ ২৪ পরগনা থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে জলপাইগুড়ি-- সর্বত্র এক ছবি। ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় বলতে গেলে বছরের সেরা কুয়াশা আজই। ডায়মন্ড হারবার রায়চক নামখানা গঙ্গাসাগর ফেরি সার্ভিস বন্ধ। ওদিকে পুরুলিয়ায় আজ তাপমাত্রা ৮ ডিগ্রি। নতুন বছরের শুরু থেকেই টানা টানা শীতের আমেজ পুরুলিয়ায়। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট। দৃশ্যমান্যতা কম থাকায় আলো জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকেরা। কনকনে শীত অনুভূত পুরুলিয়ায়। খুব স্বাভাবিক ভাবেই শীতের দাপট অব্যাহত উত্তরের জলপাইগুড়িতেও। রবিবার সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে সেখানে। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন সকালে আকাশ বেশ পরিষ্কার। কুয়াশা সেরকম নেই বললেই চলে। সূর্যের দেখা মিলেছে।

  • 'Murder' of Dulalchandra Sarkar: তৃণমূল কংগ্রেস নেতা দুলালচন্দ্র সরকারের (বাবলা) খুনের সঙ্গে যুক্ত অভিযুক্তদের খুঁজতে পুরস্কার ঘোষণা করল মালদা জেলা পুলিস। সামাজিক মাধ্যমে অভিযুক্তদের ছবি দিয়ে মালদা জেলা পুলিস  জানিয়েছে, ইংরেজবাজারের মহানন্দাপল্লীর বাসিন্দা বাবলু যাদব (৩১) ও কৃষ্ণা রজক (৩০) বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা দুলালচন্দ্র সরকারের খুনের সঙ্গে যুক্ত। তারা 'ওয়ান্টেড'। যদি কেউ এদের বিষয়ে কোনও তথ্য পুলিসকে দিতে পারেন, তবে সেই ব্যক্তিকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সামাজিক মাধ্যমের পোস্টে এ বিষয়ক তথ্য পুলিসকে জানানোর জন্য সংশ্লিষ্ট নম্বরও দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত পোস্টারটি শুধু সামাজিক মাধ্যমে নয়, শহর তথা জেলা জুড়ে যেমন ছড়ানো হচ্ছে, ছড়ানো হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য ও জেলাগুলিতেও।

  • SSC: এসএসসি ২০১৬ প্যানেলে যোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবিতে আজ, রবিবার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে বেলা ১:৩০ টায় একটি মিছিল শুরু হবে। ধর্মতলা পর্যন্ত যাবে সেটি। ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে সংহতি জানানো হবে।

     

  • India vs Australia 5th Test Day 3: পঞ্চম টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্ন ভোজের বিরতিতে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৭১ রান করেছে। তাদের জয়ের জন্য প্রয়োজন আরও ৯১ রান। ভারতের প্রয়োজন ৭ উইকেট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link