Bengal News LIVE Update: দাপট বোলারদেরই! টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু ভারতের
Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Latest Updates
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন ভারতীর বোলার। প্রতিপক্ষ, আয়ারল্যান্ড। ১৬ ওভারে ৯৬ রানে অলআউট আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন হার্দিকরা।
INDIA Bloc: আজকের ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না উদ্ধব ঠাকরে। দলের প্রতিনিধি পাঠাবেন তিনি। বৈঠকে যোগ দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, থাকবেন এমকে স্তালিন এবং আপের প্রতিনিধিরাও। কংগ্রেসের তরফে থাকবেন সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেনুগোপাল-সহ শীর্ষ ইন্ডিয়া জোটের নেতারা।
খেয়াদহে তৄণমুল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিত সাহা খুনের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ৷ ধৄতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷
বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ৷ ঘটনাটি ঘটেছে খেয়াদহের ক্ষুদিরাবাদ এলাকায় ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ আতঙ্কে বাড়িছাড়া পোলিং এজেন্ট ৷
খেয়াদহের বাসিন্দা সমীর মিস্ত্রি ৷ লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অনির্বান গাঙ্গুলির পোলিং এজেন্ট ছিলেন ৷ ফলাফল ঘোষনা হাওয়ার পরেই তার বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ তার স্ত্রী ও মা কে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ অভিযোগ তৄণমুল কংগ্রেসের দিকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৄণমুল ৷ আক্রান্ত সমীর ও তার স্ত্রীর দাবি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর আচমকা তাদের বাড়িতে হামলা চালানো হয় ৷ সবাই বাড়ির ভেতরে ছিলেন বলে তারা কোনরকমে প্রাণে রক্ষা পান ৷লোকসভা ভোটের ফল নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সন্দেশখালি নিয়ে মন্তব্য করেন। দিলীপ বলেন, 'আন্দোলনটা রাজনৈতিক ছিল না। সাধারণ মানুষের আন্দোলন ছিল। পরে এটাকে বিজেপি টেক-আপ করেছে। আমরা তাঁদের ন্যায় দেওয়ার চেষ্টা করেছি। কালও অত্যাচার হয়েছে। এরপর ওই মহিলারা ওখানে আর থাকতে পারবেন কি না জানি না। এই আন্দোলন সারা দেশে নজির গড়েছিল। ওটা আমাদের পুরনো গড়। ঘোরতর তৃণমূল জমানাতেও আমরা ওখানে ভালো ভোট পেতাম। কিন্তু আরও ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম। হয়নি।'