Bengal News LIVE Update: ডার্বির রং সবুজ-মেরুন! মোহনবাগান ৩-১ হারাল ইস্টবেঙ্গলকে

Sun, 10 Mar 2024-10:55 pm,

West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 



 

Latest Updates

  • আইএসএলে দ্বিতীয় ডার্বির রং সবুজ-মেরুন। যুবভারতীতে ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগে শীর্ষে মোহনবাগান। খেলার ফল ৩-১।

  • বেলেঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে গেল একটি বাড়িতে। ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন।

  • আইএসএলে দ্বিতীয় ডার্বি। যুবভারতীতে ২-০ গোলে এগিয়ে মোহনবাগান। গোল করলেন কামিন্স  ও  লিস্টন কোলাসো। ১৩ মিনিটে পেনাস্টি মিস ইস্টবেঙ্গলের।

  • দেশ কোন পথে চলবে তৃণমূল-কংগ্রেস ঠিক করবে: মমতা

  • মেট্রো শুধু আমার প্রকল্প, উনি শুধু ফিতে কাটছেন: মমতা

  • ৪২ জন প্রার্থী নিয়ে এই অভিনব পদক্ষেপ। আমি ৪২ জন প্রার্থীকে নিয়ে র‍্যাম্পে হাঁটব: মমতা

  • বাংলা বিরোধী চক্রান্তের ভিডিয়ো প্রকাশ অভিষেকের।

  • মোদী নয়, বাংলার মানুষ চায় দিদির গ্যারান্টি: অভিষেক

  • আজ মোদীর ভাড়াটে খুনিরা বিচারপতিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে: অভিষেক

  • যারা বাংলাকে বেশি গালাগালি দিয়েছে, বিজেপি তাদের পুরস্কার দিয়েছে: অভিষেক

  • কর্মসূচির নাম জনগনের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন: অভিষেক

  • ব্রিগেডে এসে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • বারোদিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়ে দিয়েছে তৃণমূল: অভিষেক। আগামীর রায়, বিরোধীদের বিদায়: অভিষেক

  • ব্রিগেডের পথে মমতা বন্দ্যোপাধ্যায়।

  • ব্রিগেডে পৌঁছলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • নির্দলদের দলে ফিরিয়ে ব্রিগেডে যাত্রা শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে সকাল থেকেই রেলপথ ও সড়ক পথে শহরতলি থেকে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মীরা। হাওড়া গামী ট্রেন গুলোতে সকাল থেকে উপচে পড়া ভিড়। শ্রীরামপুরেও ঠিক একই ছবি। গত পুরসভা ভোটে যারা ক্ষোভ অভিমানে নির্দল হয়ে গিয়েছিলেন সেই নির্দলদের দলে ফিরিয়ে লোক বাড়িয়ে শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। স্টেশনের সামনে চেয়ারম্যান গিরিধারী সাহার হাত থেকে দলের পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃনমূলে যোগ দেন কয়েকশ নির্দল। কর্মীরা জানান তাদের নেত্রী কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেডের সভা থেকে কি বার্তা দেন সেই বক্তব্য শুনতে যাচ্ছেন।

  • ব্রিগেডে তৃণমূলের মেগাসভা মঞ্চে বক্তব্য রাখছেন জার্নেল সিং।

  • ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

  • ৪০০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করে ছিলাম বলে বিজেপি থেকে আমি বহিষ্কৃত: কীর্তি আজাদ

  • ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় ভাষণ দিচ্ছেন বিশ্বজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ।

  • ব্রিগেডের মঞ্চ থেকে সাঁওতালি ভাষায় বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী বীরবাহা হঁসদা।

  • বাড়ি থেকে বেরিয়ে ব্রিগেডের পথে রওনা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে আলিমুদ্দিন এর।। কিন্তু এখনও অধরা প্রদেশ কংগ্রেস আর সিপিএম এর রফা সূত্র। আদৌ কি কংগ্রেস এর সঙ্গে জোট হবে সেই প্রশ্নই ঘুরছে বিধানভবন ও আলিমুদ্দিন এ।। দিল্লিতে পলিটব্যুরো বৈঠকে সবটা ব্রিফ করবেন সিপিএম রাজ্য সম্পাদক। ১৩ তারিখ রাজ্য সম্পাদকমন্ডলীর বৈঠক। বামফ্রন্টেরও বৈঠক ডাকা হয়েছে ওই দিন।। ১৪ তারিখ ঘোষণা হবার সম্ভাবনা বামেদের প্রাথী তালিকা। প্রশ্নের মুখে কংগ্রেস আর বামেদের জোটের ভবিষ্যত।

  • ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন শশি পাঁজা। 

  • আজ তৃণমূলের সমাবেশ ঘিরে কর্মীদের মধ্যে উন্মাদনা। হাওড়া স্টেশন থেকে প্রচুর কর্মী সমর্থক যাচ্ছে সমাবেশে। স্টেশন চত্ত্বরে কড়া নিরাপত্তা। ড্রোন দিয়ে চালানো হচ্ছে নজরদারি।

     

  • রাস্তার ধারে কোথাও পৌরসভার ভিতরে দাবিয়ে সারি সারি বাস ব্রিগেড যাবার জন্য কিন্ত দেখা নেই কর্মীদের। অপর দিকে বাস না পেয়ে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ব্রিগেডে তৃণমূলের জন গর্জন সভা। সভাবতই বিভিন্ন রুটের বাস তুলে নেওয়া হয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলও তার ব্যতিক্রম হয়নি কিন্ত এখানেই দেখা গেল অন্য ছবি বাস দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কর্মী সমর্থকদের দেখা নেই রাস্তার ধারে সরকারি বেসরকারি বাস লাইন দিয়ে দাঁড়ানো তাতে পোস্টার সাঁটা জনগর্জন সভা ব্রিগেড চলো অথচ বাস গুলিতে কর্মীদের দের দেখা নেই অন্য দিকে বাস ডিপো গুলিতে সাধারন মানুষের ভিড় বাস না পেয়ে আনেকই বেকায়দায় পড়তে হচ্ছে। আর যখন বাস আসছে তাতে উপচে পরছে ভিড়। তৃণমূল তরফ থেকে এ বিষয়ে ক্যামেরার সামনে কেউ কিছু না বলেও। তাদের দাবি কর্মীরা সব ট্রেনে চলে যাচ্ছে।

  • রাস্তার ধারে কোথাও পৌরসভার ভিতরে দাবিয়ে সারি সারি বাস ব্রিগেড যাবার জন্য কিন্ত দেখা নেই কর্মীদের। আপর দিকে বাস না পেয়ে ভোগান্তির  শিকার সাধারণ মানুষ। 

    ব্রিগেডে তৃণমূলের জন গর্জন সভা। সভাবতই  বিভিন্ন রুটের বাস তুলে নেওয়া হয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলও তার ব্যতিক্রম হয়নি কিন্ত এখানেই দেখা গেল অন্য ছবি। বাস দাঁড়িয়ে রয়েছে কিন্ত কর্মী সমর্থকদের দেখা নেই। রাস্তার ধারে সরকারি বেসরকারি বাস লাইন দিয়ে দাঁড়ানো। তাতে পোস্টার সাঁটা জনগর্জন সভা, ব্রিগেড চলো অথচ বাসগুলিতে কর্মীদেরদের দেখা নেই অন্য দিকে বাস ডিপোগুলিতে সাধারন মানুষের ভিড়। বাস না পেয়ে আনেককেই বেকায়দায় পড়তে হচ্ছে। আর যখন বাস আসছে তাতে উপচে পরছে ভিড়। তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে ক্যামেরার সামনে কেউ কিছু না বলেও তাদের দাবি কর্মীরা সব ট্রেনে চলে যাচ্ছে। 

  • তৃণমূলের জনগর্জন সভা। হাওড়া ব্রিজের ওপর দিয়ে কালারফুল র‍্যালি তৃণমূল কর্মীদের। বাজনা বাজিয়ে স্লোগান দিয়ে পায়ে হেঁটে ব্রিগ্রেডের সমাবেশে যাত্রা কর্মীদের।

  • সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিসি হেপাজাত থেকে ফের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তাকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা আদালত চত্বর পুলিস নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

     

  • তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যোগ দিতে, ওয়াশিং মেশিন সঙ্গে নিয়ে সল্টলেক থেকে রওনা দিল সমর্থকরা। বিধান নগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বেই মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল তারা। ৩৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের দাবি, তৃণমূল নেতৃত্ব বারবারই বলেছে বিজেপিতে গেলেই তাদের সব দোষ ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর তাই প্রতীকী হিসেবেই ওয়াশিং মেশিন সঙ্গে নিয়েই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল তারা। এর পাশাপাশি সেখানকার মহিলারা লক্ষীর ভান্ডার হাতে নিয়েই রওনা দিল ব্রিগেডের উদ্দেশ্যে।

  • কলকাতার আইকনিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিজেদের শক্তি প্রদর্শনের আগে, রবিবার সকালে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগ নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে আক্রমণ করেছে।

    এআইটিসি নেত্রী সাগরিকা ঘোষ বলেছেন, ‘বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। এটা বহিরাগতদের দল। এটা জমিদারদের দল। বাংলার ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নয়াদিল্লির বিক্ষোভের আগে বাংলার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আজ কলকাতায় আমাদের জনগর্জন সভার জন্য বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র বাংলায় পাঠানো হয়েছে, গুজরাট বা উত্তরপ্রদেশে নয়। এখন, নির্বাচনের প্রাক্কালে, নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছেন! বিশ্বের সর্ববৃহৎ গনতন্ত্র সম্পর্কে কী বার্তা পাঠানো হচ্ছে? বিজেপি শুনুন, এই তৃণমূল কংগ্রেস আপনাকে বাংলায় এসে ভোট লুঠ করতে দেবে না। এআইটিসি আপনাকে দমন ও নিপীড়ন করতে দেবে না। তৃণমূল কংগ্রেস আপনাকে বাংলার স্বার্থের ক্ষতি করতে দেবে না, কখনও নয়’।

  • জন গর্জন সভায় গর্জন তো দূর সে ভাবে আওয়াজও পাওয়া গেলনা। এবার ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের যোগদান উল্লেখযোগ্যভাবে কম। প্রতিবার ঝাড়গ্রাম থেকে একাধিক ট্রেনে ধাপে ধাপে কর্মীরা রওনা হন কলকাতার উদ্দেশ্যে। জাম্বনী, বেলপাহাড়ি, বিনপুর, ঝাড়গ্রাম শহর এর কর্মীরা ট্রেনে একসঙ্গে দল বেঁধে যান। এবার সেখানে ট্রেনে কোনও নেতা, কর্মীদের যেতে দেখা যায়নি। বাস ভাড়া করে রাত থেকেই তৃণমূল নেতৃত্বের একাংশ কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে সেই বাসের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম। লোকসভা ভোটের আগে ঝাড়গ্রাম তৃণমূলের এই অবস্থা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অপরদিকে তৃণমূলের থেকে অনেক বেশী লোক বাস, ট্রাক, ছোটোগাড়ি ভাড়া করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। কুড়মি দের আজ সভা আছে পুরুলিয়াতে সেই সভায় যোগ দিতে প্রচুর কুড়মি রওনা দেন।

  • ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা কেউ বাসে কেউ ট্রেনে করে রওনা দিচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে।

  • ট্রেনেই তৃনমূল কর্মীদের জনগর্জন শোনা গেল। তৃণমূল জিন্দাবাদ জয় বাংলা স্লোগান দিয়ে। আজ ১০ই মার্চ তৃণমূল কংগ্রেসের জন গর্জন সভা কলকাতা ব্রিগেড ময়দানে, এই ব্রিগেড সমাবেশে যোগ দিতেই সকাল থেকে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত কৃষ্ণনগর, মাজদিয়া স্টেশনে থেকে ট্রেনে চেপে তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল।

  • আজ তৃণমূলের জনগর্জন সভা। শয়ে শয়ে কর্মী সমর্থকরা আসছেন হাওড়া স্টেশনে। ফেরি ঘাট থেকে লঞ্চে রওনা দিচ্ছেন ব্রিগ্রেডে সভাস্থলের উদ্যেশ্যে। কর্মীরা জানান এই কেন্দ্র সরকারের আমলে সবাই বঞ্চিত। কোনও কর্মসংস্থান নেই,উন্নয়ন নেই। ভোটের সময় একশো টাকা গ্যাসের দাম কমিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ভরসা।

  • আজ ব্রিগেড সমাবেশে যোগ দিতে দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড় থেকে ক্যানিং ট্রেনেও বাসে করে তৃণমূল কর্মী সমর্থক ও বিধায়করা রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশ্যে। এমনকি সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকেও নদীপথে পারাপার হয়ে ক্যানিং থেকে  ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সমর্থকরা।

  • বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ড থেকে ব্রিগেডে মিছিল রওনা হল। 

  • অন্যদিকে ব্যান্ডেল ও হুগলি স্টেশন থেকেও বহু তৃনমূলকর্মী ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন।

  • তৃণমূলের জণগর্জন সভায় যোগ দিতে চুঁচুড়া হুগলি ও ব্যান্ডেল স্টেশন থেকে তৃণমূল কর্মিরা রওনা দিলেন। চুঁচুড়া স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকালে সভায় যোগ দিতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া পোলবা সুগন্ধা অঞ্চলের কর্মীদের সঙ্গে চুঁচুড়া স্টেশনে জমায়েত করে সকাল ৮:০৫ এর ব্যান্ডেল লোকাল ট্রেনে ধরেন তারা।

  • ব্রিগেডে জনগর্জন সভার গর্জন শোনা গেলে শহরতলীর ট্রেনে।কাতারে কাতারে তৃনমূল কর্মী সমর্থক ব্রিগেড মুখি।ব্যান্ডেল হাওড়া, বর্ধমান হাওড়া কাটোয়া হাওড়া লোকাল সহ শহরতলীর লোকাল ট্রেনে সকাল থেকে উপচে পড়া ভিড়। তৃণমূল পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে জেলা থেকে হাওড়ায় সেখান থেকে ব্রিগেড। জেলার সব পথ আজ ব্রিগেডে গিয়ে মিশছে।

  • কলকাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশে যোগ দিতেই সকাল থেকে হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি, হাওড়া ফেরিঘাট থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

  • জনগর্জন সভার ডাক দিয়েছে শাসকদল। পূর্ব বর্ধমানের নানা অঞ্চল থেকে বাস ছাড়ছে সকাল থেকেই। ট্রেনে বা গাড়িতে করেও যাচ্ছেন অনেকেই। এদিন বর্ধমান শহরের নানা এলাকা থেকেই বাস ছাড়া শুরু হয় ভোর থেকেই। পূর্ব বর্ধমানের যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার জানান,  জনগর্জন সভাকে জনজোয়ারে পরিণত করতে হবে। কেন্দ্রের বঞ্চনার জবার দিতে দু লক্ষ মানুষকে জেলা থেকে নিয়ে যাবার টার্গেট তাদের।

  • আজ ব্রিগেড সমাবেশের মঞ্চে একাধিক যোগদান হবার সম্ভাবনা। প্রাক্তন পুলিস কর্তা থেকে বিধায়ক।

  • কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের জনগর্জন সমাবেশ। সেই সমাবেশে যোগ দেবার উদ্দ্যেশ্যে সকাল থেকে বর্ধমান স্টেশন চত্ত্বরে জমায়েত হচ্ছেন তৃণমূল কর্মীরা। মূলত বর্ধমান শহর ও শহর সংলগ্ন এলাকার তৃণমূল কর্মীরা এখানে জমায়েত হচ্ছেন। আগত কর্মীদের জন্য স্টেশন চত্ত্বরে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এখানে তৃণমূল কর্মীদের টিফিন, জল ও ব্যাচ দেওয়া হচ্ছে। সহায়তা কেন্দ্রে উপস্থিত আছেন বিধায়ক খোকন দাস, বিধায়িকা শম্পা ধারা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এছাড়াও শহরের প্রত্যেকটি ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যাবস্থা করা হয়েছে। জেলার অন্যান্য প্রান্ত থেকেও তৃণমূল কর্মীরা বাস, ট্রেনের মাধ্যমে কলকাতার সভাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন।

  • কলকাতায় এই ব্রিগেড সমাবেশে যোগ দিতেই সকাল থেকে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চেপে তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

  • জনগর্জন সভাতে যোগ দিতে খড়গপুর স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের রওনা দিলেন খড়গপুর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।

     
  • সাত সকালেই কর্মী সমর্থকদের ভিড় শিয়ালদা স্টেশনে। সকালেই উত্তরবঙ্গের জেলা থেকে কর্মী সমর্থক স্টেশনে এসে পৌঁছেছেন। তাদের জন্য ক্যাম্প করা হয়েছে। জনগর্জন সভায় যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকরা গাইড করছেন। ক্যাম্পে সকালে খিচুড়ি প্রাতঃরাশেরও ব্যবস্থা করা হয়েছে।

  • গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যে রওনা দিতে শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে থেকে বাস ছাড়ছে। খাওয়া দাওয়া সেরে বাসে উঠছেন কর্মী সমর্থকরা। 

     

  • সকাল ৭টা থেকে বাস ছাড়বে। সকালে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৬টাতেই খোলা হয়েছে খাওয়ার কাউন্টার। সেখান থেকে ভাত, ডাল ও ডিমের তরকারির ব্যবস্থা করা হয়েছে। খাওয়ার পর কর্মী সমর্থকদের বাসে করে ব্রিগেডে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।

  • কলকাতায় এই ব্রিগেড সমাবেশে যোগ দিতেই সকাল থেকে হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি, হাওড়া ফেরিঘাট  থেকে  তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা আজকের ব্রিগেডে জনগর্জন সভায় যোগ দিতে তৃণমূলের নেতা কর্মীরা ব্রিগেডের উদ্যেশে রওনা দিল দুর্গাপুর থেকে ট্রেনে করে।

     

  • উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অনেক সরকারি বাস মাঠের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বাসগুলোকে‌ মেরামতি‌ করে রাস্তায় নামানো হলে যাত্রী‌ পরিষেবা অনেক ভালো হতে‌ পারে‌ বলে মনে করছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ।

     

  • আসানসোল স্টেশন থেকে ট্রেনে করে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সমর্থকরা। আসানসোল শিল্পাঞ্চলের পাশ্ববর্তী এলাক থেকে শুরু করে জামুরিয়া, রানিগঞ্জ অন্ডাল, কুলটি, বারাবনি, বার্ণপুর সংলগ্ন এলাকা ছাড়াও বাংলা লাগোয়া ঝাড়খণ্ড থেকেও বহু তৃণমূল কংগ্রেস সমর্থকগন ট্রেন ধরে রওনা দিলেন আজকের জনগর্জন সভার উদ্দেশ্যে।

  • আজ ১০ মার্চ। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। লোকসভা নির্বাচনের পূর্বে নেতার ডাকে জনগর্জন সভায় যোগদান করতে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা রওনা দিয়েছে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে। আজ ভোরের আলো ফোঁটার পরেই কাটোয়া স্টেশন থেকে ট্রেনে করে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অগণিত সমর্থক। কাটোয়া মহকুমা থেকে শুরু করে কাটোয়া সংলগ্ন মুর্শিদাবাদ, নদীয়া এমনকি উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস সমর্থকগন কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরে রওনা দিচ্ছেন আজকের জনগর্জন সভার উদ্দেশ্যে। রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পগুলির পোস্টার কার্টুন দিয়ে সাজিয়ে মিছিল করে নেতা কর্মীরা জড়ো হচ্ছেন কাটোয়া স্টেশনে।

  • তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের ডাকে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জন গর্জন সভায় যোগ দিতে কয়েকশো দলীয় কর্মীদের নিয়ে নবদ্বীপ স্টেশন থেকে রেল পথে কলকাতার  উদ্দেশ্যে রওনা দিলেন কালনার পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। দলীয় পতাকা নিয়ে প্রথম সারিতেই ছিলেন স্বপন বাবু।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link