Bengal News LIVE Update: উত্তর দমদমে এক নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে মৃত ১
Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
উত্তর দমদমে এক নির্মায়মান বহুদৃতলের একাংশ ভেঙে মৃত্যু হল এক মহিলার। নির্মাণের সঙ্গে ১৮ জনকে আটক করেছে পুলিস। দমদমে ১৭ নম্বর ওয়ার্ডে ওই মহিলা যখন একটি নির্মীয়মান বহুতলের নীচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তখন বহুতলের একাংশ তাঁর উপরে ভেঙে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিশ্বভারতীর ভাষা বিজ্ঞানের অধ্যাপকে বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ছাত্রীদের নিয়মিত অশ্লীল মেসেজ পাঠান তিনি, এমনই অভিযোগে উত্তাল শান্তিনিকেতন। পরীক্ষায় ফেল করানোর হুমকি। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের পড়ুয়াদের।
রবিবার ৩১ মার্চ মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগর দিয়ে প্রচার কর্মসূচি শুরু মুখ্যমন্ত্রীর। তারপর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। ৩ এপ্রিল নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ৪ তারিখ কোচবিহার ও আলিপুরদুয়ারে সভা তৃণমূল নেত্রীর। ৫ তারিখ সভা জলপাইগুড়িতে। ৬ তারিখ রায়গঞ্জ ও বালুরঘাটে সভা মমতার। এরপর উত্তরবঙ্গ থেকে ফিরে ৭ তারিখ বাঁকুড়ায় ও ৮ তারিখে পুরুলিয়ায় নির্বাচনী প্রচার সভা মুখ্যমন্ত্রীর।
অরবিন্দ কেজরিওয়ালের পর এবার আপ সরকারের পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল ইডি। আজ, শনিবার ইডির সদর দপ্তরে ডাকা হয়েছে কেজরিওয়াল সরকারের মন্ত্রীকে। ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও জেলবন্দি রয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, মন্ত্রী সত্যেন্দ্র জৈন, সাংসদ সঞ্জয় সিং-সহ বেশ কয়েকজন।
ভূপতিনগর বিস্ফোরণ মামলায় নোটিস NIA-র। স্থানীয় তৃণমূল বুথ সভাপতি, ব্লক সম্পাদককে নোটিস। দুই তৃণমূল নেতা-সহ মোট ৮ জনকে তলব NIA-র। ভূপতিনগরের ওসিকে দিয়ে পাঠানো হল নোটিস।
ভূপতিনগর বিস্ফোরণ মামলায় নোটিস NIA-র। তৃণমূল বুথ সভাপতি, ব্লক সম্পাদক-আট জনকে নোটিস পাঠিয়ে হাজিরার জন্য তলব। ভূপতিনগরের ওসিকে দিয়ে পাঠানো হল নোটিস।
সিবিআই-এর পর এবার ইডি। শেখ জাহানকে হেফাজতে নিতে তত্পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলে গিয়ে জেরার আর্জি। বসিরহাট আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি।
এবার নিউ গড়িয়া-এয়ারপোর্ট মের্টো রুটেও কেন্দ্র-রাজ্য সংঘাত! বেলেঘাটায় লাইন সম্প্রসারণের জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণে মিলছে না সাহায্য। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রেলের। পাল্টা তৃণমূলের।
দো কদম তুম ভি চলো, দো কদম হাম। জোটের স্বার্থে ধৈর্যের বার্তা সেলিমের। আসন সমঝোতার জন্য বেশিদিন অপেক্ষায় নারাজ নওশাদ। ডায়মন্ড হারবার নিয়েও ফের ইঙ্গিতপূর্ণ বার্তা আইএসএফ বিধায়কের।
কংগ্রেস-আইএসএফের সঙ্গে এখনও জোটের সম্ভাবনা আছে। তবে জট সবটা খোলা যায়নি। স্বীকারোক্তি বিমান বসুর। সময় আছে, তাড়াহুড়ো নয়। মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যানের।
প্রাতঃভ্রমণে বেরিয়ে খোশমেজাজে দিলীপ। ব্যাট হাতে নেমে পড়লেন মাঠে। শুনলেন রেলকর্মীর গান। সব পিচেই ভাল খেলেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর।
আজ ভোট প্রচারে হাওড়ায় শুভেন্দু অধিকারী। উলুবেড়িয়া ও আন্দুলে জোড়া সভা। রথীন চক্রবর্তী ও অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে প্রচার সভা বিরোধী দলনেতার। বাড়ছে পদ্ম শিবিরের উচ্ছ্বাস।
উত্তরপ্রদেশ মর্মান্তিক দুর্ঘটনা। ত্তরপ্রদেশের দেওরিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত ৪। জানা গিয়েছে, একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন একজন মহিলা ও তাঁর ৩ সন্তান। পুলিস জানিয়েছে, সকালে জলখাবার তৈরির সময় বিস্ফোরণ ঘটে। ফলে আগুন লেগে যায়। কিছুক্ষণ পরে দমকল আধিকারিকরা তা নেভায়।
তুমুল উত্তেজনা দুর্গাপুরে। ট্রাকের ধাক্কায় মৃত্যু শ্রমিকের। দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার। অভিযোগ দেহ লোপাট করার চেষ্টা কারখানা কর্তৃপক্ষের।
পূর্ব মেদিনীপুরের ময়না বাকচার গোড়ামহল প্রাথমিক বিদ্যালয়ে কয়েক বছর ধরে পুলিস ক্যাম্প বসানো হয়েছে। যার ফলে পড়ুয়াদের পঠন পাঠন বন্ধ হয়ে গিেছে। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকায় প্রচারে যেতেই গ্রামবাসীরা এমন গুরুতর অভিযোগ করলেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।পুলিস প্রশাসনের উচিত বাচ্চাদের পঠন পাঠনের কথা মাথায় রেখে অবিলম্বে ক্যাম্প সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
গভীর রাতে পূর্ব মেদিনীপুরের এগরার কুদিতে নাকা চেকিং চলার সময় সন্দেহবশত এক তরমুজ ভর্তি গাড়িকে আটক করে পুলিস। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই গাড়িটি ওড়িশা থেকে গাঁজা নিয়ে দক্ষিণচব্বিশপরগনার দিকে রওনা দিচ্ছিল। গাড়ির চালককে আটক করে এগরা থানার পুলিস | ৫১ টা প্যাকেট গাঁজা প্রতি প্যাকেট প্রায় ২ কেজি ২০০ গ্রাম কোরে ওজন আছে। পুলিস তদন্ত শুরু করেছে।
সোমবারের মধ্যে আরও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত। সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া। ফিল লাইক টেম্পারেচার বাড়বে। কাজে বেরোনো মানুষের কষ্ট বাড়বে।