West Bengal News LIVE Update: দাউ দাউ করে জ্বলে উঠল বিয়ের প্যান্ডেল! ভয়াবহ অগ্নিকান্ড হাওড়ায়..
Bengal News LIVE Update: শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে মর্মান্তিক এই পথদুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি এটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Latest Updates
হাওড়ায় ভয়াবহ অগ্নিকান্ড। রবিবার বিকেলে হঠাত্ আগুন লেগে যায় হাওড়া ফোরশোর রোডে বিয়ের প্যান্ডেলে। গঙ্গার হাওয়ার দ্রুত ছড়িয়ে পড়ে লেলিহান শিখা! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
Justice For R G kar: নির্যাতিতার মৃত্যুর ১০০ দিন হল। রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বিচারহীন ১০০ দিন। ১০০ সাইকেল মিছিল। জ্বলবে একশো মশাল। ১০০ সেকেন্ড নীরবতা। কর্মসূচি হবে ১০০ রাস্তার মোড়ে। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা। থাকবে জুনিয়ার ডাক্তারেরা। থাকবেন সিনিয়র ডাক্তারেরাও। পাশাপাশি থাকবেন সাধারণ মানুষ। বুদ্ধিজীবীরাও।
Digha: আন্তঃরাজ্য মাদক পাচারের কাজে পুলিসি ধরপাকড় এড়াতে এবার সরকারি বাসকে হাতিয়ার করল পাচারকারীরা। দিঘা থেকে কলকাতা রাতে সরকারি বাসে করে গাঁজা পাচার করছিল তারা। পাচারের সময়ে পাকড়াও হল তিন মহিলা-সহ ১১ জন। বাস কন্ডাক্টর ও ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার প্রায় ২০০ কেজি গাঁজা।
Road Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িতে পাঁচ জন যাত্রী ছিলেন। তবে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। আহত হন বাকি তিনজন। তাঁরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল, শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে মর্মান্তিক এই পথদুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান (২৫)।