West Bengal News LIVE Update: ২০ ডিসেম্বর রাজ্যসভার ভোট, এই রাজ্যে ভোট ১টি আসনে...

Tue, 26 Nov 2024-2:51 pm,

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Rajya Sabha Election: আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভার ভোট। এই রাজ্যে অবশ্য এই ভোট হবে মাত্র ১টি আসনে। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে।

  • RG Kar: বিধানসভায় আরজি করে নির্যাতিতার বাবা-মা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে বিধানসভায় আরজি করে নির্যাতিতার বাবা-মা।

  • Binoy Mishra: বিনয় মিশ্রের সাময়িক স্বস্তি। আদালতের রায়ে সামান্য স্বস্তি মিলল বিনয়ের। তবে যেতে পারবেন না রাজ্যের বাইরে। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র। কদিন আগেই বিনয় মিশ্রের ভাইকে গ্রেফতার করে কালীঘাট থানা।

  • Shatanu Banerjee Bail: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের। ইডির মামলায় জামিন। ব্যক্তিগত ১০ লাখ টাকা বন্ডের বিনিময়ে জামিন শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের। তবে হাইকোর্টে জামিন পেলেও প্রাথমিকে মামলাতে ট্যাগড শান্তনু বন্দ্যোপাধ্যায়। ফলে এখনই জেলমুক্তি ঘটছে না। আর এই নিয়ে শান্তনুর মন্তব্য,"এটাই এক্সপেক্টেড ছিল।"

  • আলিয়া বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিস দেহটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে তৃতীয় বর্ষের ছাত্র আবদুল রহমান(২৪), বৈষ্ণবনগর মালদায় বাড়ি।গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিস আলিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮ তলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিস সূত্র মারফত খবর প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি মতবিরোধের কারণেই আত্মঘাতী পড়ুয়া, তবে মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ

  • ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু। আলিপুর চিড়িয়াখানার কাছে ঘটনা। গতকাল গভীর রাতে কোঠারি হাসপাতালের দিক থেকে ধর্মতলায় দিকে যাচ্ছিলো সঙ্গে একজন ছিলেন। তিনিও আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়ে মৃত্যু রবি সাহা নামে এক ১৯ বছরের যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলিপুর থানার পুলিস।

  • পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ ব্যবসায়ী, সন্তু গাঙ্গুলিকে কাল গ্রেফতার করেছে সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।  সিবিআই এর দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় ২০ কোটি টাকা তার মাধ্যমে লেনদেন হয়েছে। এই সমস্ত টাকা অযোগ্য চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সংগৃহীত হয়েছে বলে সিবিআই সূত্র দাবি করেছে। কুন্তল ঘোষের ডায়েরিতে সন্তুর নাম ছিল। অয়ন শীল এর আগে দাবি করেছিল, কুন্তল ঘোষের নির্দেশে সে সন্তু গাঙ্গুলিকে টাকা দিয়েছিল। আজ তাকে কোর্টে পেশ করা হবে। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরো দুইজন কে নিজেদের হেফাজতে চায় সিবিআই। আর মধ্যে একজন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং দ্বিতীয় জন হুগলির বলাগরের তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি কে হেফাজতে নিতে চায়। 

  • মামার সাথে স্কুল ছাত্রী জুতো কিনতে গিয়ে ট্রাক চাপা পরে মৃত্যুর ঘটনায় কৃষ্ণনগর বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা চড়ালো,স্থানীয় লোকজন এলাকায় বিক্ষোভ দেখায়, পুলিশের ভূমিকা নিয়ে, অভিযোগ পুলিশ এলাকায় মানুষজন কে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, মৃত ছাত্রীর মামা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন কৃষ্ণনগর জিলা হসপিটালে, জানাজায় কৃষ্ণনগর শহরে মৃণালিনী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী নীলুফা খাতুন,(বৃষ্টি) তার মামা কামাল খান এর সাথে জুতো কিনতে গিয়েছিল স্কুটি করে,ফেরার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এই ঘটনা।

  • পণের জন্য নাবালিকা গৃহবধুকে খুনের অভিযোগ শশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় কুলতলি থানায় স্বামী সহ শশুরবাড়ির অন্যান্যদের  বিরুদ্ধে খুনের অভিযোগ। ঘটনার তদন্তে কুলতলি থানার পুলিশ। অভিযুক্ত ইসরাফিলকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

     

  • বাধার মুখে শীত। চলতি উইকেন্ডে বৃষ্টি উপকূলে। আগামী দু'দিন বৃষ্টি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আপাতত শীতের আমেজ থাকছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মাসে আর রইল না। সকালের দিকে কুয়াশা হতে পারে সামান্য দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে।

     

  • প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড আর্থিক দুর্নীতি কাণ্ডে শহর ও শহরতলীতে ইডি অভিযান। ১৯৯৭ সালে রেজিস্টার্ড এই কোম্পানি দিল্লিতে নিজের কর্মকাণ্ড শুরু করে। সেই কোম্পানির আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয় ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি অভিযান। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর অভীক বাগচীর বাবা বাসুদেব বাগচীকে এর আগে একবার সিবিআই গ্রেফতার করেছিল। অভিকের বাবা বাসুদেব বাগচী এই কোম্পানির সিএমডি। এই মুহূর্তে নিউ আলিপুরে যে ফ্ল্যাটে ইডি ঢুকেছে সেটি বাগচীদের ফ্ল্যাট। অভীক এবং বাসুদেব ২০১৭ সালে সিবিআই এর হাতে গ্রেফতার হন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link