LIVE: টাটাকে ৭৬৬ কোটি ক্ষতিপূরণের নির্দেশ! ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আইনি পথে রাজ্য

Tue, 31 Oct 2023-11:43 am,

LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


Latest Updates

  • আসানসোলে ব্যবসায়ী দীনেশ গড়াইকে লক্ষ্য করে শুট আউটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার  আসানসোল উত্তর থানার পুলিসের।

     

  • বাকিবুর রহমান, অমিত দে ও অভিজিৎ দাসের বয়ানের ভিত্তিতে জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ। অমিত দে ও অভিজিৎ দাসের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে মন্ত্রীকে। খবর ইডি সূত্রে।

     

  • টাটাকে ক্ষতিপূরণের নির্দেশের বিরুদ্ধে আইনি পথে হাঁটবে রাজ্য। রায়ের কপি পাওয়ার পরই আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ মুখ্যসচিবের। তারপরই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত। খবর নবান্ন সূত্রে। আরবিট্রাল ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আইনি পথে রাজ্য। টাটাকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ। ক্ষতিপূরণ সহ ১১ শতাংশ হারে বার্ষিক সুদ দিতে হবে। ২০১৬-র সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদ। রায় ৩ সদস্যের  আরবিট্রাল ট্রাইবুনালের।

  • হেফাজতে পেয়েই জ্যোতিপ্রিয়কে জেরা। সকাল থেকেই মন্ত্রীকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর। রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে প্রশ্নবাণ ইডির।

  • বিজয়া সম্মিলনীকে সামনে রেখে আজ থেকে রাজ্যজুড়ে জনসংযোগে তৃণমূল। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, রাজ্যের প্রতি ব্লকে বিজয়া সম্মিলনী পালন করতে হবে। যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। দলের সব পুরনো নেতা কর্মীদের ডাকতে হবে বিজয়া সম্মিলনীতে। সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে কেন্দ্রীয় বঞ্চনার কথা। জনসংযোগের মাধ্যমে ১০০ দিনের টাকা, আবাসের টাকা না পাওয়ার প্রতিবাদ গড়ে তুলতে হবে ব্লকে ব্লকে।

  • সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে নতুন তৃণমূল তথ্য। ২০২১-এর মন্ত্রিসভার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। চলতি আড়াই বছরে নতুন মন্ত্রিসভার দিকে কেউ কোনওরকম আঙুল তুলতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নতুন তৃণমূল। একুশের পর একটা ঘটনা দেখানো যাবে না। আমাদের দলে দুর্নীতির প্রসঙ্গে জিরো টলারেন্স। আর আগে তো দোষ প্রমাণিত হোক, তারপর তো দোষী!

  • ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে বেসরকারি স্ক্যান সেন্টার ঘেরাও করে বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ঘটনা। স্ক্যান সেন্টারের ইউএসজি-তে ধরা পড়ে কিডনিতে পাথর। কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসক অস্ত্রোপচার করতে গিয়ে দেখেন, কিডনিতে কোনও পাথর নেই!

     

  • ফের মেসির হাতে উঠল ব্যালন ডি'অর। ২০২৩-এর ব্যালন ডি'অর পেলেন লিওনেল মেসি। কেরিয়ারের অষ্টম ব্যালন ডি'অর জিতলেন লিওনেল মেসি। মেসির সঙ্গেই এমিলিয়ানো মার্টিনেজ বছরের সেরা গোলকিপার হিসেবে জিতলেন ২০২৩-এর লেভ ইয়াচিন ট্রফি। 

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link