LIVE:আগামিকাল রাজভবনে তৃণমূল, থাকছেন না রাজ্যপাল
LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
বৃহস্পতিবার বেলা তিনটেয় রবীন্দ্র সদনে জমায়েত করবেন তৃণমূল কর্মীরা। সেখান থেকে মিছিল করে রাজভবনে যাবেন তাঁরা। তৃণমূলের তরফে একটি প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। রাজ্যপালকে অনুরোধ করা হবে, কেন রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে তা কেন্দ্রের প্রতিনিধি হিসেব কেন্দ্রের কাছে জানতে চাওয়া হোক।
এদিকে রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে রাজ্যপাল সোজা চলে যাবেন উত্তরবঙ্গে। সেখানে তিনি সেখানকার বন্য পরিস্থিতি খতিয়ে দেখবেন। ফলে তৃণণূলের প্রতিনিধিদল রাজভবনে গেলেও রাজ্যপালের দেখা হচ্ছে না তৃণমূলের।
দিল্লিতে যা হয়েছে তা ট্রেলার, দুমাস পর মমতা বন্দ্যোপাধ্যায় পিকচার দেখাবে। কলকাতা ফিরে কেন্দ্রকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী এজেন্সি তলব নিয়েও মুখ খুললেন অভিষেক।
ইরিগেশন, ডিজাস্টার, পিডব্লিউডি, পাওয়ার, হেলথ, সব ডিপার্টমেন্টকে সতর্ক করা হয়েছে। পুজোর আগে ছুটি বাতিল করা হয়েছে। অবস্থার দিকে নজর রাখছি: মুখ্যমন্ত্রী
৩-৪ দিন মাছ ধরতে যেতে বারন করেছি। মুকুটমণিপুরের ড্যামের অবস্থা ভেঙে যাওয়ার মতো। অফিসারদের টিম পাঠাচ্ছি: মুখ্যমন্ত্রী
আমি নিজে এখান থেকে নজর রাখছি, যেহেতু আমার পা এখনও ঠিক হয়নি: মুখ্যমন্ত্রী
অফিসারদের টিম এবং মিনিস্টারদের টিম দেখছে: মুখ্যমন্ত্রী
এসডিআরএফ, এনডিআরএফ-কে অ্যালার্ট করেছি: মুখ্যমন্ত্রী
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পুরো পরিবারকে তলব ইডির। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ফের তলব ইডির। সিজিও কমপ্লেক্সে তলব। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কেও। আগামী সপ্তাহে হাজিরার জন্য তলব। ৬ অক্টোবর তলব করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায়কে। বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর তলব করেছে ইডি।
দিল্লিতে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি থেকেই পার্থ ভৌমিককে উত্তরবঙ্গ যাওয়ার নির্দেশ মমতার। বৃহস্পতিবার সকাল ১০ টায় বৈঠক ডেকেছেন সেচমন্ত্রী। বৈঠকের পর পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মন্ত্রী।
ফের জল ছাড়ল ডিভিসি।তবে ছাড়ার পরিমাণ কমেছে।মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।মাইথন জলাধার থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি সূত্রে খবর ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে তাই জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে।
তিস্তায় লাল সতর্কতা জারি। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করলো সেচ দফতর। পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো সেচ দপ্তর। আজ সকাল ১০ টায় জারি হোলো লাল সতর্কতা।
সকাল ১০ টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে ৮২৫২.৪০ কিউমেক। আরও জলস্তর বৃদ্ধির সম্ভবনা।
নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে দুর্যোগ অব্যাহত জলমগ্ন ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক ওয়ার্ড। রাতভর এক নাগাড়ে বৃষ্টি হয়েছে জেলাজুড়ে। এর মধ্যে সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ বেশী। আজ সকাল থেকে বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমে গেছে, নদী ও সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। আজও সমুদ্র উত্তাল থাকায় নদী ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
দুদিনের প্রবল বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও পিংলার একাধিক এলাকা!
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন প্রান্তের ছোটবড় নদী ফুলে ফেঁপে উঠেছে। বেশ কয়েকটি এলাকায় সেতুর উপর দিয়ে বইছে জল । শালদহ নদীর জল বেড়ে হওয়ায় ঝালদার খামার এলাকার রাজ্য সড়কের উপর সেতুর উপর দিয়ে বইছে জল। বন্ধ যাতায়াত ব্যবস্থা ।
তিস্তার জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।
ভয়াবহ বিপর্যয়ের মুখে উত্তর সিকিম। বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসে তিস্তায়। আচমকাই হড়পা বান আসায় তিস্তার জলস্তর বেড়ে যায়। আর তাতেই ভেসে নিখোঁজ হয়ে যান সেনার ২৩ জওয়ান। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এই ঘটনার জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম।
কলেজ সার্ভিস কমিশনের প্যানেলে নম্বর প্রকাশ মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। কলেজ সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের।
একটানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টি হওযায় গড়িয়া, সোনারপুর, মিশনপল্লী, সুভাষগ্রাম, রাজপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ও জলমগ্ন। ফলে দুর্ভোগে পড়ছেন এলাকার বাসিন্দারা। পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানিয়েছেন বিভিন্ন জায়গায় জল জমলেও পুরসভার কর্মীরা কাজ করছেন। গড়িয়া, বোড়াল, মহামায়াতলা, সুভাসগ্রামে পাম্প বসানো হয়েছে।