LIVE: আইনমন্ত্রী মলয় ঘটককে আজই বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ হাইকোর্টের
LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
না হলে কঠোর স্বাস্তি।
আইনমন্ত্রী মলয় ঘটককে বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ হাইকোর্টের। নাহলে কড়া শাস্তির সম্ভাবনা।
হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে দৌড় দিলেন ২০০৯ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। তাদের ধরে প্রিজন ভ্যানে তুলল পুলিস। তোলপাড় হাজরা মোড়।
মঙ্গলবার এশিয়ান গেমসে সোনাজয়ীদের ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিষ্ণু সারাভানান পুরুষদের ডিঙ্গি ILCA 7 ইভেন্টে ৩৪ নেট স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন।
অনন্ত, যিনি ১২১ স্কোর করেছেন, ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন যা আজ দুপুর ১টায় অনুষ্ঠিত হবে
ভারতীয় শটগান ত্রয়ী অনন্ত জিত সিং নারুকা, গুরজোয়াত সিং খাঙ্গুরা এবং অঙ্গদ বীর সিং বাজওয়া পুরুষদের স্কিট দলে মোট ৩৫৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। চিন ৩৬২ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে আর কাতার ৩৫৯ নিয়ে রুপো জিতেছে।
পাঞ্জিপাড়া খুনের মোটিভ ব্রেক থ্রু করলো ইসলামপুর জেলার পুলিস। জমি মাফিয়া তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী স্থানীয় তৃণমুলের নেতা গোলাম মুস্তাফা এই খুনের নেপথ্যে বলে দাবী করল পুলিস। গ্রেফতার অন্যতম ভারাটে শুট্যার। উদ্ধার হল খুনে ব্যবহার হওয়া পিস্তল। মিললো বিহার যোগ।
অল্পের জন্য প্রাণে বাঁচলো সাইকেল আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার ছোট গাড়ি নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং কোতোয়ালি থানার পুলিস। আহত চালককে হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা।
আবারও হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ নম্বর ব্লকের খড়িকাশুলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর নাগাদ খড়িকাশুলিতে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। এরপর খবর দেওয়া হয় বনদফতরে।
ঘটের মধ্যে ১০০০০ টাকা রেখে পুজো করলে সংসারের মঙ্গল হবে। সাধু বাবার চক্করে পড়ে ১০০০০ হাজার করে টাকা খোয়ালেন ঘাটাল মহাকুমার একাধিক পরিবার। টাকা খুইয়ে পুলিসের দ্বারস্থ পরিবারগুলি।
মহিলাদের ৫০ মিটার ৩ পজিশন দলে ভারত রুপো জিতেছে
সিফ্ট কৌর সিমরা ১০.২ এর শেষ শটে ৪৬৯.৬ এর বিশ্ব রেকর্ডের সঙ্গে স্বর্ণপদক জিতেছে। আগের মার্কটি ছিল ৪৬৭। গ্রেট ব্রিটেনের সিওনাইড ম্যাকিনটোশ এই বছরের মে মাসে বাকুতে তা সেট করেছিলেন।
রাজ্যে স্বাভাবিকের ওপরে তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আপাতত এই সপ্তাহে জমিয়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
২৫ মিটার ৩ পজিশন পিস্তল শ্যুটিং-এ সোনা জিতেছে ভারত। মনু ভাকের, এশা সিং এবং রিদম সাংওয়ান ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতেছেন।