West Bengal News LIVE Update: ঢাকায় ভারতীয় হাইকমিশনে তিন সংগঠনের বিক্ষোভ...
West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Latest Updates
Kasba: কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনা। ব্যবহৃত অস্ত্র উদ্ধার, মাটি চাপা ৯ এমএম উদ্ধার । পালানোর সময় ছোটু ওরফে লক্ষ্মণ মাটি চাপা দেয় । কয়েকদিন আগেই বিহার থেকে গ্রেফতার লক্ষ্মণকে
ICC WTC Final: অ্যাডিলেডে টেস্ট হেরে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান খোয়াল ভারত। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে পিছিয়ে পড়লেন রোহিত শর্মারা। দিন-রাতের টেস্ট হেরে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান খোয়াল ভারত। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার থেকেও পিছিয়ে পড়লেন রোহিতেরা। ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া।
Howrah: প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিলো প্রেমিকা। ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা। আব্দুর রহমান নামে ওই প্রেমিক এস এস কে এম হাসপাতালে ভর্তি। প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিস। জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিলো। কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেইল করছিলো আব্দুর। গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া। গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায়। গাছের সঙ্গে তাকে বেঁধে দেয়। চোখ ঢেকে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরষাঙ্গ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন।
Murshidabad: ৫ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। জঙ্গলের মধ্যে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও পরিজনদের। অভিযুক্তকে গণধোলাই স্থানীয়দের, পরে পুলিসের হাতে আটক । মুর্শিদাবাদের বড়ঞার রানিপুর গ্রামের ঘটনা। ৫ বছরের ওই শিশু কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি।
Bangladesh: সংখ্যালঘু নির্যাতন না রুখে উল্টে ভারত বিরোধী প্রচার! খালেদা জিয়ার দল বিএনপির নিশানায় ফের নয়াদিল্লি। ‘ভারতের সাহায্যে আওয়ামি লিগ জণগনের অধিকার কেড়েছে’। ‘গত ১৫ বছর ভারতের আধিপত্য বিস্তার হয়েছে’। ‘ভারত-আওয়ামি লিগ ষড়যন্ত্র করছে’। ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে নয়াদিল্লিতে’। ভারত বিরোধিতার সুর চড়িয়ে অভিযোগ বিএনপি-র।
Purulia Weather: পুরুলিয়ায় আরও কমল তাপমাত্রা। পুরুলিয়া জেলার তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে। আজ মরশুমের শীতলতম দিন পুরুলিয়ায়
Vaishali Dalmiya: বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’। বাইকে চেপে এসে দুষ্কৃতীদের ‘বোমাবাজি’। বাড়ির দেওয়াল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিস,দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি