Bengal News LIVE Update: `কোন আইনে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে দেখান?` হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের
Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
কংগ্রেসে যোগ দিলেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড। তিনি বলেন, '১৫ বছর ধরে আমরা বিজেপিকে সমর্থন করেছি। দার্জিলিং, অসম, সিকিম ও উত্তরাখণ্ডের দেড় কোটি মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে বিজেপি।তাই আমরা আর বিজেপির উপর ভরসা রাখছি না।অগ্নিবীর প্রকল্প এনে গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।এখন আমরা কংগ্রেসের সঙ্গে যৌথভাবে লড়াই করব'।
অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট। আদালতের বক্তব্য, 'কোন আইনে মুখ্যমন্ত্রী কে সরিয়ে দেওয়া হবে দেখান? আদালত রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে না। সাংবিধানিক সংকট হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার'। জনৈক সুরজিৎ সিং যাদব দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর আর্জি জানিয়েছিলেন। তার আবেদনে বলা হয়েছিল, আর্থিক দুর্নীতিতে গ্রেফতার হওয়া কেজরিওয়াল ইডি হেফাজতে রয়েছেন। তাই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক।
প্রকাশ্যে দিবালকে রাস্তায় স্ত্রীকে খুপিয়ে খুনের চেষ্টা স্বামীর ।এলাকা বাসীদের তৎপরতায় আটক রঞ্জন দাস। ঘটনা রাজারহাটের চাঁদপুর বাজারে। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিস।
এবার ভাঙ্গন ওড়িশার বিজু জনতা দলে। আজি বিজেপিতে যোগ দিতে পারেন প্রবীণ বিজেডি নেতা ও সাংসদ ভর্তুহরি মেহতাব। তার সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন সে রাজ্যের অভিনেতা সাংসদ অনুভব মহান্তি। ভর্তুহরি দীর্ঘদিন বিজু জনতা দলের লোকসভার নেতা ছিলেন।
জলপাইগুড়ি পুরসভার চেয়ার পার্সন সহ দলের ছাত্র সংগঠনের কর্মিদের নিয়ে শহরের ভোট প্রচারে ব্যাস্ত থাকতে দেখা যায় জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমুল কংগ্রেস দলের প্রার্থী নির্মল কুমার রায়কে। শুধু যে রাজনৈতিক প্রচার তাই নয় জনসংযোগ কর্মসূচির প্রকৃত রূপ নেয় এই কর্মসূচী। বুধবার রাতের দিকে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় পথ চলতে চলতে রাস্তায় পাশের মিষ্টির দোকানে ঢুকে পরেন প্রার্থী। আর এতেই আপ্লুত হয়ে প্রার্থীকে মিষ্টি খাইয়ে দেন দোকানের নতুন প্রজন্মের কর্ণধার শুভ্র জ্যোতি মালাকার।
টিয়াবন জঙ্গলের মাঝে, জাতীয় সড়কের উপর রক্তাতো অবস্থায় এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার হলো গতকাল রাতে । কে বা কোন গাড়ি সেই ব্যাক্তিকে মেরে চলে যায় তা এখনও জানা যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যায় মেটেলি থানার পুলিশ।
বিমানবন্দরে কর্মরত সি আই এসএফ জওয়ানের আত্মহত্যা।
বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটে গুলির আওয়াজ, তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হন, তারপরই দেখা যায় ৫ নম্বর গেটের যে টাওয়ার তাতেই গুলির আওয়াজ হয়, এরপর অন্য কর্মীরা ছুটে টাওয়ারের উপর ওঠেন, ততক্ষনে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএস এফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে শ্রীবিষ্ণু নামে সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। পরবর্তীতে তাকে ভিআইপি-র পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে সিআইএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস। কী কারণে আত্মহত্যা করেছেন তার খতিয়ে দেখছে পুলিস। পুলিস সূত্রে জানা যাচ্ছে ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন ওই জওয়ান।
চলন্ত বাসের ধাক্কায় মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ার কর্মীর,উত্তেজনা কামারহাটি রথতলা মোড়ে।
কামারহাটি রথতলা মোড়ে কর্মরত ছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জীব দাস। ট্রাফিকের কাজ করছিল সঞ্জীব। বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক কর্মী সঞ্জীব দাসকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীব দাসের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার বিশাল পুলিস বাহিনী। ঘাতক বাস সহ চালককে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিস।
যে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে সেই বাসের ধাক্কা কাজ থেকে বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের। দুর্ঘটনায় মৃত এক আহত ১০। দুজনের অবস্থা আশঙ্কাজন।
আরাবুল ইসলামের মেয়ের বাড়িতে চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে বলে জানা যায় । রাতে পাঁচটি ঘরের সমস্ত দরজা খুলে আলমারি থেকে সোনার গহনা এবং নগদ টাকাসহ সমস্ত সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি পোলেরহাট থানার মিদ্দে পাড়ার। কিভাবে এই চুরির ঘটনা ঘটলো সেই নিয়েই উঠছে প্রশ্ন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পোলেরহাট থানার পুলিসকর্মীরা ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসে আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলামও।।