West bengal third time chief minister Live: Covid মোকাবিলায় রাজ্যে জারি নতুন গাইডলাইন

Arunima Karmakar Bagchi Wed, 05 May 2021-3:56 pm,

Live: Live: করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের কারণে রাজভবনের হলে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হল মমতার তৃতীয়বারের শপথ গ্রহণ। অনুষ্ঠান।

আজ ( বুধবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে এই শপথগ্রহণ করেন। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করান। গতবার মমতার শপথ হয়েছিল রেড রোডে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে এবার সেই আড়ম্বর এবার ছিল না।  

Latest Updates

    • রাজ্যের সরকারি সংস্থাগুলিতে ৫০% কর্মী নিয়ে কাজ চালানো হবে। এ ছাড়া শপিংমল, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সসুইমিং পুল, বন্ধ থাকবে। আপাতত অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকবে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে।  

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      ৫০% সদস্য নিয়ে সামাজিক, সাংস্কৃতিক, একাডেমিক, এন্টারটেইনমেন্ট সম্পর্কিত জমায়েত করা যাবে।  

    • ৫০ জন নিয়ে বিয়ে বাড়ির অনুমতি পাওয়া যাবে। যে কোনও কারণে জমায়েতের জন্য অনুমতি নিতে হবে। যেমন সামনেই রয়েছে রবীন্দ্র জয়ন্তী উৎসব। ছোট করে ৫০ জনের উপস্থিতিতে পালন করা যাবে রবীন্দ্রজয়ন্তী এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি তরফ থেকে এদিন যে অনুষ্ঠান করা হয় তা ভার্চুয়াল মাধ্যমে করা হবে। 

    • ছোট ছোট যেসব খুচরো দোকান রয়েছে তা খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকবে দোকান। 

    • কোনরকম রাজনৈতিক জমায়েত করা যাবে না। 

    • বন্ধ করা হল লোকাল ট্রেন পরিষেবা। আগামীকাল থেকেই বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন। কোভিড এর হাত থেকে বাঁচার জন্যই এখন কিছুদিনের জন্য এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। 

    • রাজ্যের যে পরিবহন রয়েছে সেটিও ৫০% চালু থাকবে। মেট্রো চলবে ৫০%। 

    • বিমানে করে রাজ্যের যে কোন বিমান বন্দরে আসতে গেলে লাগবে নেগেটিভ রিপোর্ট। ৭২ ঘন্টা আগের রিপোর্ট বাধ্যতামূলক। তাঁদের শরীরে যদি বিন্দুমাত্র উপসর্গ দেখা যায়, তাহলে সেই যাত্রীকে বিমানবন্দর পরিচালিত কোয়ারেন্টাইনে রাখা হবে। যে কোভিড রিপোর্ট নিয়ে আসা হবে তা পুনরায় যাচাই করা হবে । 

    • বাস অথবা ট্রেনে করে অন্য রাজ্য থেকে কলকাতায় এলে তার rt-pcr টেস্ট বাধ্যতামূলক। 

    • বেসরকারি সংস্থাকে চালু করতে হবে ওয়ার্ক ফ্রম হোম। যেসব সংস্থায় work-from-home সম্ভব নয় তাদের  ৫০% কর্মী নিয়ে শিফট করে কাজ চালাতে হবে। 

    • সকাল ১২ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকবে গয়নার দোকান। 

    • অত্যাবশ্যকীয় পণ্য ও হোম ডেলিভারিতে ছাড় থাকবে। অনলাইন পরিষেবা চালু থাকবে। 

    • সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।

  • মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী

  • নবান্নে প্রবেশ করতেই গার্ড অফ অনার দেওয়া হল তাঁকে। এখন তাঁর কোভিড মোকাবিলা নিয়ে জরুরি বৈঠক।

  • নবান্নের পথে মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে গান স্যালুট দেওয়া হবে। 

  • রাজ্যপাল জগদীপ ধনখড় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন,' আশা রাখব সংবিধান মোতাবেক কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে অশান্তি মুক্ত করার দিকটা মুখ্যমন্ত্রীকে জোর দিয়ে দেখার কথা বলেন রাজ্যপাল।

  • শপথের পর মুখ্যমন্ত্রী বলেন, তার প্রথম কাজ কোভিডকে নাগালে রাখা। বেলা ১২.৩০ কোভিড নিয়ে বৈঠক রয়েছে। যা নিয়ে দুপুর ৩ টের সময় সাংবাদিক বৈঠক করে সবটা জানিয়ে দেওয়া হবে। 

    পাশাপাশি তিনি দ্বিতীয় কাজ হিসেবে যেটাকে গুরুত্ব দিচ্ছেন, তা হল ''বাংলায় যেন কোনও অশান্তি না হয় সেদিকটা দেখা হবে। অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে''। শান্তি বজায় রাখার আবেদন করেন তিনি। 

  • শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠ করালেন রাজ্যপাল। 

  • ঘড়িতে যখন কাটায় কাটায় ১০.৪৫, বেজে উঠল জাতীয় সঙ্গীত। প্রবেশ করলেন রাজ্যপাল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ পাঠ করাচ্ছেন রাজ্যপাল। 

  • রাজ্যপালের স্ত্রী এসে দেখা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

  • ইতিমধ্যে শপথ পাঠের প্রতিলিপি আধিকারিকদের কাছ থেকে হাতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

  • একেবারে ঘড়িতে কাটায় কাটায় ১০.৪৫-এ এসে পৌঁছবেন রাজ্যপাল। তখনই বেজে উঠবে জাতীয় সঙ্গীত। এটাই নিয়ম। তাই সময়ের আগে কখনই রাজ্যপাল আসবেন না। 

  • আজ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। দলের বাকি সদস্যরা পড়ে শপথ নেবেন। তবে বিশিষ্ট মহল জানাচ্ছেন রাজ্যে আগে এরকমটা হয়েছে বলে তাঁদের মনে পড়ছে না। 

  • রাজভবনের থ্রোন রুমে প্রবেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১ টা নাগাদ শপথ গ্রহণ। 

  • তৃতীয়বারের জন্য মসনদে মমতা। ঢুকে পড়লেন রাজভবনে। 

  • এমনভাবেই সাজানো হয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠান কক্ষ

  • মমতার কনভয় এগিয়ে চলেছে রাজভবনের দিকে। অনাড়ম্বর অনুষ্ঠানেই শপথ পাঠ করাবেন রাজ্যপাল। 

  • রাজভবনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link