Live:যিনি বাড়িতে পদ্ম ফোটাতে পারেন না তিনি বাংলায় পদ্ম ফোটাবেন! তোপ Abhishek-এর
কাঁথি, পূর্বস্থলী-সহ একাধিক জায়গা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তোলাবাজ ভাইপো হঠাও।
নিজস্ব প্রতিবেদন: কাঁথি, পূর্বস্থলী-সহ একাধিক জায়গা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তোলাবাজ ভাইপো হঠাও। পাশাপাশি, গত ১০ ডিসেম্বর ডায়মন্ডহারবার যাওয়ার পথে হামলা হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে। এনিয়ে তুলকালাম হয় রাজ্য রাজ্নীতি। এরকম এক পরিস্থিতি আজ ডায়মন্ড হারবারে সভা করছেন অভিষেক বন্দোপাধ্যায়। ফলে শুভেন্দুর বিরুদ্ধে তিনি কী বলেন সেটার দিকেই তাকিয়ে রাজ্য।
বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু সরব হয়েছিলেন, তোলাবাজ ভাইপো হঠাও। আজ ডায়মন্ডহারবারের কেল্লার মাঠের সভায় এনিয়ে অভিষেক কী বলেন সেটাই এখন দেখার।
Latest Updates
বক্তব্য শেষ করলেন অভিষেক।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল জিতবে। বাংলা গুজরাট নয়, মধ্যপ্রদেশ নয়,
মমতার বুকের পাটা ছিল চাই কংগ্রেস ছেড়ে নতুন দল করেছিলেন।
মমতা বিজেপির হাত ধরেছিলেন। কিন্তু সেই দল ছিল অটলবিহারী বাজপেয়ীয় বিজেপির। তার হাতে রক্ত ছিল না।
লড়াইয়ের ময়দান থাকতে হবে। ক্ষোভ বিক্ষোভ থাকবে। তার জবাব ইভিএমএ দিন।
আমি তোলাবাজ! কৈলাস বিজয়বর্গীয় ছেলে গুন্ডা।
যিনি বাড়িতে পদ্ম ফোটাতে পারেন না তিনি বাংলায় পদ্ম ফোটাবেন।
মমতার বুকের পাটা ছিল চাই কংগ্রেস ছেড়ে নতুন দল করেছিলেন।
আমিই আগেই বলেছিলাম তৃণণূল ভাইরাস মুক্ত করা হোক।
বাংলার মানুষের সঙ্গে যারা বেইমানি করবে তাদের জবাব দেবেন কী দেবেন না!
তোলাবাজি প্রমাণ বলে নিজে ফাঁসিতে চড়ব।
তৃণমূল করতে লজ্জা করছে। তোমার বাবা, ভাইতো তৃণমূলেই রয়েছেন। নিজের ঘরকে বোঝাতে পারছেন না।
আমিই আগেই বলেছিলাম তৃণণূল ভাইরাস মুক্ত করা হোক।
বাংলার মানুষের সঙ্গে যারা বেইমানি করবে তাদের জবাব দেবেন কী দেবেন না!
আমি সরদাতে নেই। নারদাতেও নেই। তোমরা আছ।
এখন বলছে তোলবাজ ভাইপো।
এখন অনেকে বিজেপিতে যোগ দিচ্ছেন।
বিজেপির নেতা কম পড়েছে। তৃণমূলের কাছ থেকে ধার নিচ্ছে।
আমি নাম করে বলেছি দিলীপ ঘোষ গুন্ডা।
অনেকে বলছে বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। শুধু ডায়মান্ডহারবারকে তুলে দিয়ে দেখাক।
সভায় উপস্থিত তৃণমূল নেতাদের ধন্যবাদ জানালেন অভিষেক।
১০ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভা করতে এসিছেলেন। লোক হয়েছে পাঁচশো।
আপনারা শুনেছেন কখনও ভিআইপি কনভেয় মিনিবাস থাকে। দেড়শো বাইক থাকে।
সাধারণ মানুষ ক্ষোভ থেকে ইট মেরেছে। সাধারণ মানুষকে বলব ক্ষোভ থাকলে ইভিএম-এ দিন। ইট দিয়ে নয়।