WB Assembly Election 2021 LIVE: দিদির পার্টি নির্মমতার পাঠশালা, সিলেবাসে তোলাবাজি, কাটমানি: Modi
Latest Updates
* শুধু পদ্মই ফোটাতে চাইছি না, বাংলার মানুষের ভবিষ্যত উজ্জ্বল করতে চাইছি।
* যেখানে যেখানে রাজ্যে বিজেপি রয়েছে সেখানে জনতার সেবা করছে কেন্দ্র-রাজ্য মিলিত উদ্যোগে।
* বাংলার কাছে বিজেপি ঋণী।
* দিদি ১০ বছরে বাংলাকে শেষ করে ১০ অঙ্গীকারের কথা বলছে।
* ৫৫ মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউন হতেই মানুষ উদ্বিগ্ন। বাংলায় তো বিকাশ ডাউন।
* হয়ে গিয়েছে, উন্নয়ন ডাউন হয়েছে।
* বাংলায় ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে।
* বিজেপি এলে আইনের শাসন শুরু হবে।* শুধু পদ্মই ফোটাতে চাইছি না, বাংলার মানুষের ভবিষ্যত উজ্জ্বল করতে চাইছি
* দিদির পাঠশালাতে সিলেবাস তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, অরাজকতার শিক্ষা দেওয়া হয়
* যেখানে যেখানে রাজ্যে বিজেপি রয়েছে সেখানে জনতার সেবা করছে কেন্দ্র-রাজ্য মিলিত উদ্যোগে।
* বাংলার কাছে বিজেপি ঋণী
* দিদি ১০ বছরে বাংলাকে শেষ করে ১০ অঙ্গীকারের কথা বলছে
* ৫৫ মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক ডাউন হতেই মানুষ উদ্বিগ্ন। বাংলায় তো বিকাশ ডাউন হয়ে গিয়েছে, উন্নয়ন ডাউন হয়েছে।
সভামঞ্চে নরেন্দ্র মোদী
* বাংলায় এবার বিজেপি সরকার।
* সাঁওতাল আন্দোলন স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ।
* আমার দলের কাছে দিলীপ ঘোষের মতো নেতা আছেন।
* বহু বছর ধরে শান্তিতে ঘুমায়নি দিলীপ ঘোষ। ওনাকে মারার চেষ্টা হয়েছে, তবু তিনি থামেননি।
* খড়্গপুরের এই স্থানে ক্ষুদ্র ভারত রয়েছে।
* আমায় ৫ বছর সময় দিন, ৭০ বছরের গ্লানি মুছিয়ে দেব
* আমরা সারাদিন মেহনত করব
* কোল্ড স্টোরেজ, চাষ সবকিছুর উন্নতি হবে।
* জলের ব্যবস্থা হবে।
* আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করা হবে।কয়েক দিন আগেই অমিত শাহ ঘুরে গিয়েছেন। এ বার খড়্গপুরে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। শনিবার বেলা ১১টা নাগাদ কলাইকুণ্ডা বিমানবন্দরে পৌঁছন মোদী। সেখান থেকে গাড়িতে চেপে বেলা ১১টা বেজে ৩৫ মিনিট নাগাদ বিএনআর মাঠে পৌঁছন।
আজ খড়গপুরে প্রধানমন্ত্রীর সভা। তার আগে শুক্রবার রাতে সভা উপলক্ষ্যে লাগানো পোস্টার ছিঁড়ে দিল দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সভামঞ্চের পিছনদিকে পোস্টারগুলি ছিঁড়ে ফেলে তৃণমূল কর্মীরা।অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।