LIVE: বামেদের বনধে ধুন্ধুমার! দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Thu, 26 Nov 2020-2:09 pm,

Latest Updates

  • একহাতে দলীয় পতাকা আর অন্য হাতে লাল গোলাপ। গান্ধীগিরি সিপিআইএম কর্মীদের। হাওড়ার দাসনগরের সানপুর মোড়ের কাছে গাড়িচালকদের হাতে গোলাপ ফুল তুলে দেন সিপিআইএম কর্মীরা।

  • হাওড়া দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় ও বীরশিবপুর স্টেশনের কাছে রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। ৬ নম্বর ও ২ নম্বর জাতীয় সড়কও অবরোধ করা হয়। 

  • হাওড়ার দাসনগর শানপুর মোড়ে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।

  • মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা মোড়ে টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বনধ সমর্থনকারীরা। দাসপুরেও রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বনধ সমর্থনকারীরা।

  • উলুবেড়িয়া স্টেশনের কাছে ডোমপাড়ায় হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন বন্ধ করলেন বাম সর্মথকরা।

  • হাবরা স্টেশনে ভাঙচুর বনধ সমর্থনকারীদের। টিকিট কাউন্টারের জালানার কাচ ভেঙে দেয় উত্তেজিত সমর্থনকারীরা। এরপর রেললাইনের উপর বসে পড়েন তাঁরা।

  • উলুবেড়িয়ার বানিতবলায় এসবিআই ব্যাঙ্কের শাটার নামিয়ে বন্ধ করে দিলেন বনধ সমর্থকরা ।

  • বারাসত কলোনি মোড়ে বিক্ষোভ। বিক্ষোভ ঘিরে পুলিসের লাঠিচার্জের অভিযোগ। আহত বনধ সর্মথকরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ রাস্তা। আটকে পড়েছে উত্তরবঙ্গ যাওয়ার বাস।

  • বেসরকারি পরিবহনের সেরকম নেই। রাস্তা আজ তুলনামূলক ফাঁকা।

     

  • দক্ষিণ বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বনধ সমর্থকদের।

  • বনধের সমর্থনে বেহালা ১৪ নম্বর রাস্তা অবরোধ করলেন কংগ্রেস সমর্থকরা

  • বন্ধ দোকানপাট-অফিস, জাতীয় সড়ক অবরোধ মেটেলিতে, যদিও চা বাগানে স্বাভাবিক কাজকর্ম

  • লেলিন সরণীতে দোকানে ভাঙচুর চালানো বিক্ষোভকারীরা 

  • কলকাতা বিমানবন্দরে বনধের কোন প্রভাব নেই। সকাল থেকেই চেনা ছন্দে কলকাতা বিমানবন্দর।

  • কলকাতার যাদবপুর, করুনাময়ী মোড়-সহ একাধিক এলাকায় টায়ার জালিয়ে বিক্ষোভ এন্টালিতে। 

    বনধের সমর্থনে বামফ্রন্টের তরফ থেকে বেহালা ট্রামডিপো ডায়মন্ড হারবার রোড অবরোধ করল। প্রথমে একটি মিছিল শুরু করে পাঠক পাড়া থেকে, সেই মিছিল বেহালা ট্রামডিপো পর্যন্ত এসে রাস্তা অবরোধ করে।

  • বারাসাত কলোনি মোড় এ বিক্ষোভ। বিক্ষোভ ঘিরে পুলিসের লাঠিচার্জ। আহত সর্মথকরা। অবরুদ্ধরাস্তা। আটকে পড়েছে উত্তরবঙ্গ যাওয়ার বাসও।

  • ধর্মঘটে দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশনে বামেদের রেল অবরোধ। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ সিপিএম কর্মীরা লাইনের ওপর গাছের গুড়ি ফেলে অবরোধ করে। 

    কোচবিহারের রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করল বনধ সমর্থকরা. রাজবাড়ির সামনে কেশব রোডে এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পাশাপাশি কোচবিহার শহরে সকালেই বিক্ষিপ্ত অশান্তি. NBSTCর একটি ডিপোয় দাঁড়িয়ে থাকা বাসে বনধ সমর্থকরা ভাঙচুর চালায় বলে অভিযোগ।

  • লেকটাউন যশোর রোডে বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ. পুলিশের সঙ্গে বচসা।  রাস্তায় বসে বিক্ষোভ। দুই দফায় বিক্ষোভ অবরোধ হয়। 

    কলকাতার সাদার্ন অ্যাভেনিউতে বনধের সকালে রাস্তায় টায়ার ফেলে আগুন ধরানোর অভিযোগ বনধ সমর্থকদের বিরুদ্ধে। পরে রবীন্দ্র সরোবর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • নিউটাউন গৌরাঙ্গ নগরে উত্তেজনা। অটো স্ট্যান্ডে রাস্তায় গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ।  জোর করে গাড়ি ঘুরিয়ে দেওয়ার অভিযোগ।

  • শ্যামনগরে ট্রেন অবোরোধ করলো বনধ সমর্থকরা। এর জেরে শিয়ালদহ মেইন শাখায় রেল পরিষেবায় প্রভাব পড়েছে।

  • বনধ সমর্থকদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি। বনধের সমর্থনে সকাল সকাল রাস্তায় নেমেছিল বাম কর্মী সমর্থকরা। ধর্মঘটকে অমান্য করে যে সমস্ত গাড়ি রাস্তায় নেমেছে তাদের বৃহস্পতিবার সকালে চন্দ্রকোনা  রাজ্য সড়কের উপরে আটকে দেয় বাম সংগঠনের কর্মী সমর্থকরা। 

  • যাদবপুরে বিক্ষোভ ধর্মঘটীদের। আটকে দেওয়া হল ট্রেন। রেল লাইনেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম সমর্থকরা। 

  • নয়া শ্রম ও কৃষি আইনের প্রতিবাদ। সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণের বিরোধিতা। আজ, বৃহস্পতিবার সাত দফা দাবিতে দশ শ্রমিক সংগঠনের ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘট। ইস্যুকে সমর্থন করলেও ধর্মঘটে সায় নেই তৃণমূলের। মোদীকে তুষ্ট করতেই এই পন্থা, কটাক্ষ বামেদের। বৃহস্পতিবার রাজ্য সচল রাখতে তত্পর প্রশাসন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link