Nandigram LIVE: CPIM কোনওদিন TMC-র কোনও সভায় ঢুকে ঢিল মারেনি, ১৮-র জবাব ১৯-এ : Suvendu
Latest Updates
এদিন ফের ভাইপো হটাও স্লোগান তোলেন শুভেন্দু। তৃণমূলকে আমফানের টাকা চোর বলেও উল্লেখ করেন।
সভা চলাকালীন ঢিল মারা হয়েছিল। সিপিএম কোনওদিন তৃণমূলের কোনও সভায় ঢুকে ঢিল মারেনি। কোনওদিন দেখিনি। আমি থাকছি। এখানকার প্রতিটা মানুষ বাড়ি পৌঁছলে তবেই আমি বাড়ি যাব। নিশ্চিন্তে যান : শুভেন্দু
আমি আজ সকলকে শুধু ধন্যবাদ জানাব। ১৯-এ জবাব দেব ১৮-র : শুভেন্দু
টাকাপয়সা লুঠ চলছে। বাংলায় সুশাসন আনতে গেলে বিজেপিকে আনতে হবে। হাতজোড় করে ভোট চাইছে। একবার বিজেপিকে এনে দেখুন। যুবকদের চাকরি দিতে চাই আমরা। পঞ্চায়েত ভোটে মানুষ ভোটই দিতে পারেননি : দিলীপ ঘোষ
এখানে মানুষ ভাতা পাচ্ছে না। আয়ুষ্মান বিমা পাচ্ছেন না। শৌচালয়ের টাকা পাচ্ছে না। এখানে কেন্দ্রীয় সাহায্য পেতে গেলে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে : দিলীপ ঘোষ
যাঁরা BJP যোগ দিতে চান, তাঁরা আসুন : দিলীপ ঘোষ
আমি দিদিমনিকে বলতে চাই, যখন ক্ষমতায় এসেছিলেন পুলিস দিয়ে ভাঙিয়ে সবাইকে যোগ দেওয়া করিয়েছিলেন। আপনিও বিশ্বাসঘাতকতার দিন ভুলে গেছেন : দিলীপ ঘোষ
শুভেন্দুর সঙ্গে কয়েকজন নেতা যোগ দিতে চেয়েছিলেন, তাঁদের বাড়িতে পুলিস পোস্ট করা হয়েছে। বাথরুমেও পুলিস যাচ্ছে সঙ্গে। আমায় একজন ফোন করে বলল, "দাদা যোগ দিতে চাই, কিন্তু আমায় যেতে দেওয়া হচ্ছে না" : দিলীপ ঘোষ
এখানে হাজার হাজার মানুষ যাঁরা আন্দোলন করেছিলেন দাম পান না। আমি সকলকে বিজেপিতে স্বাগত জানাচ্ছি। নন্দীগ্রামের সৈনিকরা রাত জেগে যাঁরা পরিবর্তন এনেছিলেন। আজ তাঁরাই সম্মান পান না। রক্ত দিয়ে ঘাম দিয়ে যাঁরা টিএমসি-কে তৈরি করেছিলেন, আজ তাঁরা বিজেপি-র পাশে। বিজেপির সঙ্গে তাঁরা সোনার বাংলা গড়তে চান: দিলীপ
করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল কবে যাবে বলে দিচ্ছি। এ বছরের ২০ মে-র পর থেকেই চলে যাবে। ভ্যাকসিন এসে গেছে। ২০০ আসনে জয়লাভ করব। সোনার বাংলা গড়ব : দিলীপ ঘোষ
আমি আজ এখানে অতিথি। এখানকার আসল নায়ক শুভেন্দুদা : দিলীপ ঘোষ
ভারতীয় জনতা পার্টির মানুষ শৃঙ্খলাপরায়ণ। ছোট্ট ঘটনা ঘটিয়ে এতোবড় সভা নষ্ট করার চক্রান্ত হল। কিন্তু মানুষ তা করতে দেননি : দিলীপ ঘোষ
বক্তব্য রাখছেন BJPর রাজ্যসভাপতি দিলীপ ঘোষ
মাফিয়া শেষ করতে, সোনার বাংলা তৈরি করতে ভারতীয় জনতা পার্টির প্রয়োজন : কৈলাস
আমি অনেক সভা দেখেছি। এমন গরম সভা দেখিনি। এখানে লাখ লাখ মানুষ রয়েছে : কৈলাস
বিনয় মিশ্রর সঙ্গে ভাইপোর যোগ রয়েছে। ভাইপোকে জেলে যেতে হবে। ওদের হটাতে হবে। এখানে থাকার অধিকার নেই : কৈলাস
অশান্তির আশঙ্কায় মঞ্চেও আঁটোসাটো নিরাপত্তা। RAF, নিরাপত্তারক্ষীরা রয়েছেন মঞ্চেই।
টিএমসি গরু মাফিয়া, আমার কাছে ভিডিয়ো, ছবিসহ প্রমাণ রয়েছে: কৈলাস
সভা ভন্ডুল করতে কিছু মানুষ ঢুকে পড়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। মাইক হাতে সভায় উপস্থিত সবাইকে শান্ত হয়ে বসতে বলেন।
কৈলাসের বক্তব্য চলাকালীন সভায় উত্তেজনা। হঠাৎই উত্তেজনা চোখে পড়ে।
বাংলায় কয়লা মাফিয়া টিএমসি। সোনার বাংলা বানানোর বদলে কোলার বাংলা হয়ে গেছে। আমরা সোনার বাংলা বানাব : কৈলাস
এখানে যত লোক আছেন, তার চেয়েও বেশি মানুষ অপেক্ষা করছে। এটা প্রমাণ করে টিএমসি চলে যাচ্ছে, বিজেপি আসছে : কৈলাস
আগামী দিনে নতুন সূর্যদোয় হবে। সভাস্থলে পৌঁছে গিয়েছেন দিলীপ রায়। পশ্চিমবঙ্গে যিনি জিততে পারেন, তিনি কৈলাস বিজয়বর্গীয়। নন্দীগ্রামকে চিনি এখানকার মানুষ কী চায় জানি : মুকুল রায়।
আমরা বাংলার যুব সমাজের সঙ্গে অন্যায় করেছি। টাটাকে তাড়িয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনতে। এবার পরিবর্তনের হাওয়া উঠেছে। সবাইকে সামিল হতে হবে। আমি আমার জীবনের শেষ পরিবর্তনটা দেখে যেতে চাই : মুকুল রায়
নন্দীগ্রাম আন্দোলনে আমার একটা ন্যূনতম অবদান রয়েছেন। নন্দীগ্রামে যতবার আন্দোলন হয়েছে শুভেন্দু থেকেছে : মুকুল রায়
সভায় বক্তব্য রাখছেন মুকুল রায়।