WB Assembly Election 2021 LIVE: যারা ভোটার মেশিন পাহারা দেবে, তাদের জন্য আমি কিছু করবই করব: Mamata

Thu, 25 Mar 2021-2:47 pm,

Latest Updates

  • * আমপান, ফণি কিছুতেই টাকা দেয়নি কেন্দ্র।
    * ৮হাজার কোটি টাকা দিয়ে ২০লক্ষ বাড়ি সারিয়েছি। যাদের হয়নি তারা দুয়ারে সরকারে আবেদন জানাবেন। হয়ে যাবে।
    * ৪৬ হাজার রাস্তা তৈরি হবে।
    * রেশন দোকানে যাওয়ার দরকার নেই, দুয়ারে দুয়ারে খাদ্য পৌঁচে যাবে। 
    * বাচ্চাদের জন্য চিন্তা করবেন না।
    * পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেব।
    * ৫ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান ৫০ লক্ষর পড়াশোনা।
    * যদি কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী নিতে রিফিউজ করলে থানায় কমপ্লেন করবেন। 
    * বাংলার থেকে সুলভে বিদ্যুৎ কোথাও পাওয়া যায় না।
    * এটা নরেন্দ্র মোদীর গোজাখুরি সরকার নয়।
    * যারা ভোটার মেশিন পাহারা দেবে, তাদের জন্য আমি কিছু করবই করব
    * গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশের পুলিসরা আসছে, খবু সাবধান। ভয় পাবেন না। ভয় দেখালেই লাঠি নিয়ে তেড়ে যাবেন।
    * BJP হল ভারতীয় জঘন্য পার্টি।
    * বলেছিল সেভেথ পে কমিশন চালু করবে, মিথ্যেবাদী কোথাকার

  • * আগে সাগরে কিচ্ছু ছিল না। আমাদের সরকার আসার পর সব করেছি।
    * আমরা দেব রেশন আর ওরা দেবে ভাষণ।
    * আমরা যা বলেছি করেছি। ওরা কী দিয়েছে? ১৫ লক্ষ টাকা দিয়েছে?
    * বলেছিল আমি চৌকিদার, যেদিন এল চৌকিদার পালাল।
    * সাংঘাতিক ঝড়ে কাউকে পাইনি। আজ বড় বড় কথা।
    * যা করার করেছি, আগামী দিনও করব।

     

  • Mamata Banerjee Patharpratima meeting LIVE:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    * একটা লোক ৫০০ টাকা নিলেই বলছে তৃণমূল চোর। আমি চোর?
    * বিজেপি ডাকাতদের জমিদার
    * ওদের কিছু আরএসএস নেতা এসে টাকা দেবে, টাকা নিয়ে নেবেন।
    * সবাই খারাপ বলছি না।
    * আমি মানুষ চিনতে ভুল করি না। আপনাদের এই ব্রিগেড দেখে যদি না আমি বুঝতে পারি আপনারা * তৃণমূলকে ভোট দেবেন তাহলে তো আমার রাজনীতি করাই বৃথা।
    * এই মাটিতে বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দিন

     

  • 'আমি মানুষ চিনতে ভুল করি না। আপনাদের এই ব্রিগেড দেখে যদি না আমি বুঝতে পারি আপনারা তৃণণূলকে ভোট দেবেন তাহলে তো আমার রাজনীতি করাই বৃথা" পাথরপ্রতিমার সভায় এমনটাই বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

  • Mamata Banerjee LIVE update: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    প্রথম দফা ভোটের শেষ প্রচার বৃহস্পতিবার। এদিন চারটি সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই জেলার ৪ জনসভার প্রথমটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। পাথরপ্রতিমার কলেজ মাঠে প্রথম সভার পর  ওই জেলারই গঙ্গাসাগর মেলার মাঠে সভা করবেন নেত্রী। তারপর পশ্চিম মেদিনীপুরে যাবেন মমতা। প্রথম সভাটি দাঁতনে, তালদা রতনচক অঞ্চলে। পরের সভাটি প্রার্থী জুন মালিয়ার হয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিড়লা মাঠে।

    * প্রার্থীদের নাম মাথায় রাখবেন না, মমতা দিদির সরকার চাইলে ভোট দিন
    * আমি বিজেপির মতো মিথ্যেবাদী নই। 
    * আমাদের সরকার আসলে কৃষকদের ১০ হাজার টাকা করে দেব।
    * মহিলাদের হাত খরচ দেব।
    * বিধবাভাতা কেন্দ্রীয় সরকার দেয় না, আমি দেব। 
    * আমরা এখন মৎস্যজীবীদের চিহ্নিতকরণের কার্ড দিই।
    * যত মৎসজীবী মারা গেছে সবাইকে টাকা দিয়েছি।
    * বড় বড় কথা, আমপানে একটা টাকা দেয়নি।
    * অমিত শাহ হোঁদল কুতকুত নেতা।
    * নবান্নটা থরথর করে কাঁপছিল, আমি সারারাত বসে ছিলাম।
    * বুলবুলে ২০লক্ষ মানুষের ক্ষতি হয়েছে।
    * নরেন্দ্র মোদী একদিন ঢং করে আমপান ক্ষতিগ্রস্ত বাংলা দেখতে এল। রাজ্যের টাকা রাজ্যকেই দিল। মাছের তেলে মাছ ভাজল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link