WB Assembly Election 2021 LIVE: বিজেপি বিষধর কেউটে সাপ, যেখানে ঢুকবে ছোবল মারবে: মমতা

Mon, 22 Mar 2021-2:37 pm,

Latest Updates

  • * মানুষ যদি বলে আমার বাড়িতে রান্না করে দিয়ে যাও। তাও করে দেব।
    * আমি ভাঙি তবু মচকাই না। 
    * ওরা কেউটে সাপ। যেখানে ঢুকবে ছোবল মারবে।
    * খেলা হবে, বিজেপিকে খালি করা হবে।

  • * আমার দলের ইলেকটেট মেম্বারদের ৪০ শতাংশ সংরক্ষণ রয়েছে।
    * তোমাদের কাসুন্দি ঘেঁটে লাভ নেই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি কর।
    * আমরা কেন্দ্রীয় সরকারকে আপনার আলুতে হাত দিতে দেব না। আপনার জমি আপনার থাকবে। আপনার আলু আপনার থাকবে।
    * মনে রাখবেন সিপিএম বিজেপির সঙ্গে ডিল করেছে। 
    * ইতিহাস-ভূগোল বন্ধ করে দিচ্ছে। 
    * ৪০ কোটি টাকা ৩০০ ট্রেনের ভাড়া দিয়ে বাইরে থেকে লোক এনেছি।

     

  • * ওরা নির্বাচনের আগে অনেক কথা বলে, আর নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়। বাংলায় বহিরাগত গুণ্ডাদের পাঠিয়েছে।
    * বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে জল পৌঁছে দেব।
    * বাকুড়ার জমিগুলো উর্বর করব। 
    * ২৫ লক্ষ ছেলেমেয়ের গ্রামীন কাজ হবে ১০০ দিনের কাজে। 
    * অন্যতম বৃহৎ জল প্রকল্প হচ্ছে বাঁকুড়ায়।
    *  আগে রাস্তার কী অবস্থা ছিল, কোনও কাজ হত না। 
    * এখন ১২১৮ কোটি টাকা দিয়ে বাঁকুড়াতে বৃহৎ জল সরবরাহ প্রকল্প। 
    * বাঁকুড়াতে ৫৮ হাজার কোটি টাকা দিয়ে জল প্রকল্পের ব্যবস্থা।
    * বাড়িতে বসে কাজের জন্য বাড়িতে লোন দেওয়া হল।

  • * ওরা নির্বাচনের আগে অনেক কথা বলে, আর নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়। বাংলায় বহিরাগত গুণ্ডাদের পাঠিয়েছে।
    * বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে জল পৌঁছে দেব।
    * বাকুড়ার জমিগুলো উর্বর করব। 
    * ২৫ লক্ষ ছেলেমেয়ের গ্রামীন কাজ হবে ১০০ দিনের কাজে। 
    * অন্যতম বৃহৎ জল প্রকল্প হচ্ছে বাঁকুড়ায়।

  • বাঁকুড়ার কোতলপুরে বলছেন মমতা

    * বাংলায় বহিরাগত গুন্ডাদের পাঠিয়েছে।
    * আগে খুন হত। এখন শুধুই শান্তি।
    * বিনা পয়সায় গ্যাস দিতে হবে। 
    * সব বিক্রি হয়ে যাবে। খাবেন কী?
    * আপনার ব্যাঙ্কের টাকা বিজেপি খেয়ে নেবে।
    * তারকেশ্বর বিষ্ণুপুরের লাইন আমি করে দিয়েছিলাম।
    * কোতলপুরে বিজেপি কোতল করা ছাড়া কী করত। 
    * ৭২ হাজার কোটির টাকা শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হবে। 
    * বাঁকুড়ার ছেলে মেয়েরা পড়াশোনায় অনেক ভাল।
    * বাঁকুড়ায় মাল্টি সুপার হাসপাতাল আছে।

  • নজরে প্রথম দফা। কাল প্রধানমন্ত্রীর পাল্টা আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী। কোতুলপুর, ইন্দাস, বড়জোড়ায় সভা মমতার। মহিষাদলে সভা অভিষেকের। তমলুকে রোড শো।  হলদিয়ায় স্মৃতি ইরানি, ময়নায় গৌতম গম্ভীর। দিলীপ ঘোষের কর্মসূচি খড়গপুরে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link