WB Assembly Election 2021 LIVE: UP-Bihar-র পুলিস আসবে, এরা সব করতে পারে
শনিবার রাজ্যের ৩০ বিধানসভা আসনে প্রথম দফায় ভোটগ্রহণ। জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবার মমতাকে চ্যালেঞ্জ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর মধ্য়েই অবশ্য প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী। গত কালও চারটি সভা করেছেন তিনি। আজ মেদিনীপুরের দাসপুরে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: শনিবার রাজ্যের ৩০ বিধানসভা আসনে প্রথম দফায় ভোটগ্রহণ। জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবার মমতাকে চ্যালেঞ্জ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর মধ্য়েই অবশ্য প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী। গত কালও চারটি সভা করেছেন তিনি। আজ মেদিনীপুরের দাসপুরে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Latest Updates
গুলির বদলে গুলি চালানো আমার রাজনীতি নয়। ক্য়াশ দিয়ে লাভ হচ্ছে না, গ্যাস দিয়েও লাভ হচ্ছে না। হেরে যাচ্ছে বুঝে গিয়েছে বিজেপি। টাকা দিচ্ছে বিজেপি। বদলে তৃণমূলকে ভোট দেবেন।
দিল্লির দাঙ্গায় কত মানুষ খুন হয়েছে ভুলে গিয়েছেন সংখ্যালঘু ভাইবানরা?
সংখ্যালঘুদের মধ্যে থেকে দুএকটা শয়তান জুটিয়েছে।
আমি বারবার বলেছি ওরা বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ভোট করাবে। কাল প্রমাণ হয়ে গিয়েছে। সকালে আমার কাছে খবর এল, কাঁথি ১ ও কাঁথি ২ তে ৩০ জন উত্তরপ্রদেশের গুন্ডা হাতেনাতে অস্ত্র সহ ধরা পড়েছে রাত এগারোটার সময়। কাঁথি বাসস্ট্যান্ড থেকে। বাইরের গুন্ডা আসছে। কাঁথিতে গুন্ডা ঢুকিয়েছে, নন্দীগ্রামে ঢুকিয়েছে।
২৮ তারিখ থেকে ৫ দিন থাকব নন্দীগ্রামে। সব লক্ষ্য রাখব। ভোট করে তারপর যাব। মনে রাখবেন বাইরের গন্ডা আসছে। বহিরাগতদের ঢুকতে দেবেন না। গুন্ডারা যদি বন্দুক নিয়ে দাঁড়ায় তাহলে মায়েদের বলবেন তারা হাতে যা পাবে তা নিয়ে তাড়া করবে।
তৃণমূল কন্যাশ্রী করেছে। কোনও কৃষক মারা গেলে আমরা ২ লাখ টাকা দিই।
পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা রাস্তায় বসে রয়েছে। তারা যাতে রাস্তায় বের হতে না পারে তার জন্য কৃষকদের রাস্তায় পেরেক পঁুতে দিচ্ছে মোদী আর হোঁদল কুতকুতের সরকার।
বিজেপি নারী বিদ্বেষী। মহিলাদেরনামে যাতা বলে। এমনকি মা দুর্গাকেও গালাগালি দেয় ওরা।
বিরশা মুন্ডার নামে অন্য লোকের গলায় মালা দিয়ে চলে এল।
স্বাস্থ্য বিমা করে দিয়েছি। মেয়েরা তার বাপের বাড়ির লোকের চিকিত্সাও করতে পারবে। ভেলোরেও করতে পারবে।
যে কেউ বিধবা হলে মাসে ১ হাজার টাকা পাবেন।
বছরে ৪ বার দুয়ারে সরকার বসবে। দরখাস্ত দিলেই মিলবে সুবিধে। আমার ৪০ লাখ কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি।
এখানকার এপি কিছু দিয়েছে? ভোট নিয়ে তো পালিয়েছে।
আমাকে চাইলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জেতাতে হবে। তবেই আমার সরকার হবে। তবেই দুয়ারে রেশন পাবেন।
বিজেপির মতো এত শয়তান দল গোটা দেশে নেই। ৩০টা ভোট হলে ইভিএম ২ বার অফ, দুবার অন করাতে হবে এজেন্টদের।
মেশিন খারাপ হলে হলে পালাবেন না। ভোট দিয়ে যাবেন।
মনে রাখবেন ইউপি-বিহারের পুলিস আসবে। এরা করতে পারে না এমন কোনও কাজ নেই। নিজের এলাকা ছেড়ে যাবেন না।
যদি কেউ বিরিয়ানি দেয় খাবেন না। ওতে বিষ মিশিয়ে দেবে। খেলেই অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। আর ওরা ইভিএম নিয়ে পালাবে।
আমরা চাষিদের কাছ থেকে ধান কিনি। কোনও দালালের মাধ্যমে যাই না। চাল তৈরি হলে আমাদের খরচ পড়ে ৩১ টাকা। সেই চাল আমরা বিনা পয়সায় দিই। এবার রেশন ঘরে পৌঁছে দিয়ে আসব।
তৃণমূল কন্যাশ্রী করেছে। কোনও কৃষক মারা গেলে আমরা ২ লাখ টাকা দিই।
পাঞ্জাব ও হিরয়ানার কৃষকরা রাস্তায় বসে রয়েছে। তারা যাতে রাস্তায় বের হতে না পারে তার জন্য কৃষকদের রাস্তায় পেরেক পঁুতে দিচ্ছে মোদী আর হোঁদল কুতকুতের সরকার।
বিজেপি নারী বিদ্বেষী। মহিলাদেরনামে যাতা বলে। এমনকি মা দুর্গাকেও গালাগালি দেয় ওরা।
বিরশা মুন্ডার নামে অন্য লোকের গলায় মালা দিয়ে চলে এল।
স্বাস্থ্য বিমা করে দিয়েছি। মেয়েরা তার বাপের বাড়ির লোকের চিকিত্সাও করতে পারবে। ভেলোরেও করতে পারবে।
যে কেউ বিধবা হলে মাসে ১ হাজার টাকা পাবেন।
দাসপুর থেকে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা হবে।
আমরা চাষিদের কাছ থেকে ধান কিনি। কোনও দালালের মাধ্যমে যাই না। চাল তৈরি হলে আমাদের খরচ পড়ে ৩১ টাকা। সেই চাল আমরা বিনা পয়সায় দিই। এবার রেশন ঘরে পৌঁছে দিয়ে আসব।
তৃণমূল কন্যাশ্রী করেছে। কোনও কৃষক মারা গেলে আমরা ২ লাখ টাকা দিই।
পাঞ্জাব ও হিরয়ানার কৃষকরা রাস্তায় বসে রয়েছে। তারা যাতে রাস্তায় বের হতে না পারে তার জন্য কৃষকদের রাস্তায় পেরেক পঁুতে দিচ্ছে মোদী আর হোঁদল কুতকুতের সরকার।
আপনাদের মেন প্রবলেম তিনটে। কপালেশ্বর কেলেঘাই, ঘাটাল মাস্টার প্ল্য়ান ও মেদিনীপুরে খাল।
দাসপুর থেকে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা হবে।
কাঁথিতে ৩০ জন উত্তরপ্রদেশেরগুন্ডা ধরা পড়েছে।
ঘাটাল মাস্টার প্ল্য়ান তৈরি করেছি। দিল্লি আমাদের তা করতে অনুমতি দিচ্ছে না। তা সত্বেও কিছু কাজ করেছি।
আপনাদের মেন প্রবলেম তিনটে। কপালেশ্বর কেলেঘাই, ঘাটাল মাস্টার প্ল্য়ান ও মেদিনীপুরে খাল।
চিরকাল মানুষ বলতো কপালেশ্বর কেলেঘাই প্রকল্প কবে হবে। ৩৪ বছরে সিপিএম করেনি। আমরা ৯০ শতাংশ করে দিয়েছি। এতে বহুজায়গায় বন্যা কমবে।