WB Assembly Election 2021 LIVE: প্রথম দু`দফার প্রার্থীতালিকা ঘোষণা BJP-র
Latest Updates
প্রথম দু'দফার প্রার্থীতালিকা বিজেপির
প্রথম দু'দফার ৫৭টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ময়নায় প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।
Vidhan Sabha Vote News Updates: মোদীর ব্রিগেডে মিঠুন, অক্ষয়?
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকতে পারেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এমনই খবর পাওয়া যাচ্ছে বিজেপি (BJP) সূত্রে। অক্ষয় কুমারের পাশাপাশি রবিবার মোদীর ব্রিগেডে উপস্থিত হতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শনিবার শহরে হাজির হয়েছেন মহাগুরু। রবিবার মোদীর ব্রিগেডের জনসভায় বলিউডের এই দুই সুপারস্টার হাজির হলে তাঁরা কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। যদিও জল্পনা উড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন আগামিকাল কোনও তারকাই উপস্থিত থাকবেন না ব্রিগেডে।
Dinesh Trivedi joined BJP: বিজেপিতে যোগ দিলেন Dinesh Trivedi
জেপি নাড্ডা, পীয়ূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন Dinesh Trivedi. শনিবার সকালেই বিজেপি সূত্রে খবর মেলে, আজই আনুষ্ঠানিক যোগদান করবেন দীনেশ। সেই মতোই এ দিন দুপুরে দিল্লির সদর দফতরে পৌঁছে যান তৃণমূলের প্রাক্তন সাংসদ। এরপর সেখানেই জেপি নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে যান তিনি। এ দিন দীনেশ ত্রিবেদীর ভূয়সী প্রসংশা করেন জেপি নাড্ডা। বলেন, এতদিনে যোগ্য দলে এসেছেন দীনেশজি। পাশাপাশি দীনেশ ত্রিবেদীর বক্তব্য, এই দিনেরই অপেক্ষায় ছিলেন তিনি'। বিজেপির হয়ে সুর চড়িয়ে এ দিন তিনি বলেন, 'মোদীর হাত ধরে এবার বাংলায় আসল পরিবর্তন হবে।'
WB Assembly Election 2021: ভোটের টিকিট পেলেন না ৬৪ জন বিধায়ক, ছুটলেন মুকুলের বাড়ি
টিকিট না পেয়ে সটান মুকুল দরবারে হাজির তৃণমূলের একাধিক বিধায়ক। গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল (TMC)। বাদ পড়েন ৬৪ জন বিধায়ক। তালিকা ঘোষণার পর কেউ কেঁদে ফেলেন, কেউ আবার সরাসরি ফুঁসে ওঠেন ক্ষোভে। তেমনই কয়েকজন গতকাল রাতে হাজির হন মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে।
West Bengal Vidhan Sabha: চা চক্রে Dilip Ghosh
ভোটে লড়বেন না, শীর্ষ নেতৃত্বদের সিদ্ধান্ত এমনটাই। তবে দলের হয়ে প্রচারে কোনও খামতি থাকছে না দিলীপের (Dilip Ghosh)। প্রতিদিনের মতো শনিবারও চা-চক্রে হাজির দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। রীতিমতো খোল-করতাল বাজিয়ে প্রচার অভিযান চালালেন। এদিন তিনি বলেন, তৃণমূল দলের কর্মীদের উপর নির্ভর করে ক্ষমতায় এসেছিল। তাদেরকে আজ ভুলে গিয়েছে। আজকে তারকাদের আনতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য কিছু করেনি। মানুষ সরে গিয়েছে। তারকা দিয়ে ভোট জিতার অপচেষ্টা তৃণমূল শুরু করেছে।' মেদিনীপুর লোকসভার সাংসদ সন্ধ্যা রায়। তাঁর প্রসঙ্গও তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি, বলেছেন, 'তাঁকে ৫ বছর কেউ দেখতে পায়নি। এবার বেশিরভাগ জেলা, কেন্দ্রগুলোতে তারকা প্রার্থী দিয়েছে। বিজেপি যা করবে সেটাই চমক।