WB Assembly Election 2021 LIVE: দিদির যখন চোট লেগেছিল তখন আমারও চিন্তা হয়েছিল: মোদী
Latest Updates
* মমতা দিদি বদলে গেছে
* বাংলার দলিতদের গ্যাসের সংযোগ দিয়েছে কেন্দ্র সরকার
* দলিত সরকারদের পড়াতে আর্থিক সাহায্য
* ১০ বছরে শুধুই তোষণের রাজনীতি
* দিদি সরকার যাওয়ার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে
* গতকাল বিজেপি কর্মীদের নিশানা করে বোমাবাজি হয়েছে
* আমাদের কাছে জনতায় ভগবানের রূপ
* ২ মে দিদি চলে যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। ভয় নয়, শুধু জয়* দেশের বাকি মেয়েদের মতো দিদিও আমাদের দেশের মেয়ে
* দিদির যখন চোট লেগেছিল তখন আমারও চিন্তা হয়েছিল
* ওনার পায়ের চোট সেরে যাক, ভগবানের কাছে পার্থনা করি
* দিদি আপনি খিঁচ আমার ওপর বের করছে, বিজেপির ওপর ক্ষুব্ধNarendra Modi LIVE:
* এই বছর কেন্দ্র সরকারের বাজেটে পশ্চিমবঙ্গে হাইওয়ে তৈরির কোটি টাকা ধরা হয়েছে
* পুরুলিয়া এখন দেশের পিছিয়ে পড়া অংশ
* আদিবাসী ও দলিতদের কর্মসংস্থান হবে
* আপনার অধিকার কেড়ে নেওয়া হয়েছে* দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে, স্কুল হবে, মেয়েদের উত্থান হবে। খেলা শেষ হবে, উন্নয়ন আরম্ভ হবে। ১০ বছর খেলেছেন দিদি, এ বার খেলা শেষ হবে।
সভামঞ্চে বলছেন নরেন্দ্র মোদী
* বাম সরকার, তৃণমূলের জন্য জলের অভাব আজ এখানে
* এরা পুরুলিয়াকে শুধু সঙ্কট দিয়েছে
* দিদিকে কাজের হিসেব দিতে হবে
* বছরের পর বছর ধরে একটা সেতুও বানাতে পারেনি
* জঙ্গলমহলের পবিত্র ভূমিতে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি
* পুরুলিয়ায় টুরিজমের অনেক সম্ভাবনা, সবকিছুকে স্বীকৃতি দেওয়া হবে।
* জল সঙ্কট দেশের অনেক জায়গাতেই আছে। তবে বিজেপি যেখানে যেখানে সেবার সুযোগ * পেয়েছে সেখানেই পাইপলাইন হয়েছে।
* জলের সমস্য়া মিটতেই চাষীরা চাষের সুবিধে পেয়েছে।
* এই একই কাজ বাংলাতেও হবে।
* জল সঙ্কটে ভরা জীবন দিয়েছে তৃণমূল।
* ২ মের পর এখানে বিজেপি সরকার হবে।পুরুলিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী
নজরে জঙ্গলমহল। আজ পুরুলিয়ায় ভাঙড়ামোড়ে প্রধানমন্ত্রীর জনসভা। আদিবাসী উন্নয়নে কী বার্তা মোদীর? বঙ্গ ভোটে তৃণমূলের বিরুদ্ধেই বা কোন অস্ত্রে শান? নজর গোটা বাংলার।