WB Assembly Election 2021 LIVE: আমি বদমায়েশি করলে আমাকেও দুই গালে দুই থাপ্পড় দেবেন: মমতা

Sat, 20 Mar 2021-3:10 pm,

Latest Updates

  • * আমার সরকার চাইলে অন্তত একটা ভোট তৃণমূলকে দিন
    * বাংলা উত্তরপ্রদেশ নয়
    * বাংলার ঘরে রবীন্দ্র-নজরুল
    * মন্ডল কমিশনে যারা আছে তাদের জন্য কমিটি তৈরি হয়েছে
    * আমরা রেশন দিচ্ছি বিনা পয়সায়, আর বিজেপি গ্যাসের দাম বাড়াচ্ছে।
    * লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছে। 
    * আমি সব ব্যথাকে সহ্য করতে পারি, কিন্তু মানুষের ব্যথা সহ্য করতে পারি না

  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    সবং-এ অভিষেকের জনসভা

    * মোদীবাবু ৬ কোটির গাড়ি চড়ে, কৃষকদের জন্য ৬হাজার টাকা
    * এক কোটি পরিবারকে ৫০০ টাকা করে দেবে তৃণমূল
    * গণতান্ত্রিক ভাবে জবাব দিন
    * বিজেপির কাছে আত্মসমর্পণ করিনি, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব
    * মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে

  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

    * ইটভাটা বন্ধ করতে চেয়েছিল, আমি করতে দিইনি।
    * বাংলা থেকে বোল্ড আউট হলেই ভারত থেকে বোল্ড আউট হবেই।
    * নিজের নামে স্টেডিয়াম, কত বড় নেতা।
    * গটআপ মেশিনগুলো দেখে নিতে হবে।
    * পাহারা যখন দেবেন সতর্ক থাকুন, বিরিয়ানি দিলে খাবেন না। আপনি অসুস্থ হলেই ভোট লুঠ করে নেবে। 
    * বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে।
    * রাবণ দৈত্যদের দল নয়

  • * তেখালিতে আমার ওপর গুলি চালানো হয়েছিল
    * দিঘাতে মেরিন ব্রিজ করছি
    * তাজপুর বন্দর হলে ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে
    * কৃষক প্রান্তিক চাষীদের ১০হাজার টাকা।
    * মৎসজীবীদের আইডেন্টিটি কার্ড হয়েছে।
    * ফিস অকশান মার্কেট হচ্ছে দিঘায়।
    * আমরা করে বলছি। বিজেপি শুধু বলছে। বেটি পড়াচ্ছে আর না

  • * উন্নয়ন চান? আমাকে চান? তাহলে জোড়াফুল চিহ্নে সকাল সকাল ভোট দিন
    * দলের লোকদের টাকা দিয়ে কিনে নেওয়া হবে। 
    * ভোট হয়ে যাওয়ার পর ভোট বাক্স পাহারা দিতে হবে। ১০-২০ জন করে ১ মাস করে পাহারা দিতে হবে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • * হলদিয়া আর নন্দীগ্রামের মাঝে একটা সংযোগ ব্রিজ করে দেব।
    * কৃষকদের আগামী দিনে বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
    * কত লাশ এই হলদি নিদীতে ভাসিয়ে দিয়েছে।
    * হলদিয়া কেবল ল্যান্ডিং সেন্টার তৈরি করছি। আরও ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে।
    * আপনারা জানেন হলদিয়া বন্দরের উন্নয়ন করছি। কারণ এখানে গভীর সমুদ্রবন্দর তাজপুর বন্দর * তৈরি হবে। আরও ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে।
    * এখানে হাসপাতাল উন্নত হয়েছে, ব্লাড ব্যাঙ্ক চালু হয়েছে। 

  • সভামঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

    * পিএম কেয়ারের নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা তুলেছে। 
    * আজ মানুষ কোভিডের ভ্যাসিন পাচ্ছে না।
    * প্রধানমন্ত্রীর জন্য ধস নেমেছে।
    * বিজেপিকে বাংলায় আসতে দেওয়া হবে না।
    * ২৫হাজার ছেলেমেয়েকে চাকরি দিয়েছি।
    * আমি NPR করতে দেব না।
    * ভারতের অর্থনীতিতে ধস নেমেছে।
    * তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link