WB Assembly Election 1st phase LIVE: কাঁথিতে Soumendu Adhikariর গাড়িতে হামলা, অভিযুক্ত TMC

প্রিয়াঙ্কা দত্ত Sat, 27 Mar 2021-2:37 pm,

Latest Updates

  • বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতিকে ফোন করছেন মুখ্যমন্ত্রী। ফোনে তাঁকে তৃণমূলে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন। এমন একটি ফোনালাপ প্রকাশ করে দাবি করলেন রাজ্যে সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। বিজেপির বক্তব্য, প্রলয় পালকে অনুরোধ-উপরোধ করছেন মমতা।  অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ও প্রলয় পালের কণ্ঠ শোনা যাচ্ছে। যদিও তার সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা।

  • ইভিএম প্রকাশ্যে রাখার অভিযোগ উঠল গড়বেতা কেন্দ্রের একটি বুথে। গড়বেতার উপরজবা এলাকার ১২৭ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, এমনভাবে ওই বুথে ইভিএমটি রাখা হয়েছে, যে কে কাকে ভোট দিচ্ছেন সব কিছুই দেখতে পাচ্ছেন অন্যরা। পুরো ঘটনায় বিতর্ক এবং উত্তেজনা তৈরি হয়েছে। অন্য়দিকে পুরুলিয়ায় আক্রান্ত তৃণমূল। বুথে দলীয় পতাকা বাঁধার সময় হামলা। আহত ২। বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি ও তাঁর ভাই বিল্টু মুখার্জির বিরুদ্ধে অভিযোগ। পুরুলিয়ার বারো নম্বর ওয়ার্ডে উত্তেজনা। আহত দুজন পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি। 

  • ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি মেদিনীপুর চার্চ স্কুলের ২৮৪ এবং ২৮৫ নম্বর বুথে। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোল বাঁধে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে উত্তর কাঁথিতে আক্রান্ত বিজেপি নেতা। গুরুতর জখম বিজেপির ৪ কার্যকর্তা। দেশপ্রাণ ব্লকের ফুলবাড়ি এলাকায় উত্তেজনা। তৃণমূলের দিকে। অভিযোগের আঙুল। অভিযোগ অস্বীকার শাসকদলের। 

  • বাংলায় ভোট শুরুর আগেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে উত্তেজনা। দু নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতে বোমা গুলির সংঘর্ষ। জখম পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী ও কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। দুজনকেই প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতায় রেফার। 

  • সাতসকালেই যুযুধান দুই প্রার্থীর মুখোমুখি দেখা। না, উত্তপ্ত বাক্য বিনিময় নয়। বরং হল সৌজন্য বিনিময়। খানিকক্ষণ দাঁড়িয়ে কথাও বলেন দুজন। বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের কুরকুটিয়া হাইস্কুলের ঘটনা। তৃণমূল প্রার্থী জ্যোত্স্না মান্ডি সাত সকালেই হাজির হন ভোট দিতে। সেই সময় ওই বুথেই পৌছন বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। 

     

  • কোভিডকে সঙ্গী করেই শুরু একুশের ভোটযুদ্ধ। সেকারণে শুধু নিরাপত্তা নয়,  কোভিড প্রোটোকলের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বুথের একেবারে প্রবেশ পথে দেওয়া হচ্ছে মাস্ক,  স্যানিটাইজার। গ্লাভস পরে কাজ করছেন বুথের ভিতরে থাকা ভোটকর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মুখে ফেস শিল্ড, মাস্ক। ভোটারদের মধ্যে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে রয়েছে মার্কিং।  

  • হাইভোল্টেজ ভোট কেন্দ্র মেদিনীপুর। কাঁথিতে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা। অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। 

  • West Bengal election first phase voting live update: কাঁথির উত্তর এবং দক্ষিণে পোলিং পারসেন্টেজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূলের অভিযোগ কয়েক মিনিটের মধ্যে ভোটের শতাংশ কমে গিয়েছে। যদিও অভিযোগ পাওয়া মাত্রই বুথে পৌঁছে তা খতিয়ে দেখে কমিশন। ফের শুরু হয় ভোট গ্রহণ পর্ব। 

  • WB Election Voting Live Update: ১১ বছর পর ভোট দিলেন ছত্রধর মাহতো। 

  • WB Election Voting Live Update:  পূর্ব মেদিনীপুরের ইভিএমে কারচুপির অভিযোগ, মাজনা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলে ভোট দেওয়ার পর VV প্যাডে বিজেপি চিহ্ন দেখাচ্ছে। এই দেখানোর অভিযোগে এনে ভোট গ্রহণ বন্ধ করল তৃণমূল।

  • Assembly Election 2021 Voting News Update: 'বিজেপি কর্মীর মৃত্যু স্বাভাবিক'। কেশিয়ারির ঘটনায় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিল প্রশাসন। 

  • Assembly Election 2021 Voting News Update: EVM মেশিন খারাপ হওয়াকে ঘিরে গুরুতর অভিযোগ করলেন পুরুলিয়ার TMC প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্য়ায়। তার অভিযোগ TMC যেখানে বেশি ভোট পাবে সেখানেই মেশিন খারাপ হচ্ছে। তার দাবি মেশিন পাল্টে দ্বিতীয়বার মক পোল করতে হবে। তিনি R O র বিরুদ্ধেও অভিযোগ এনেছেন।

  • WB Election Voting Live Update: চলছে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। সকাল হতেই ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ

  • পুরুলিয়ায় অন্তর্গত কাশিপুর বিধানসভার ২৪৪-এর ৬ নম্বর বুথে প্রথম দফার ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। সকালেই  ভোট দিয়েছেন কাশিপুর বিধানসভার বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

  • ফাল্গুনের দগরিয়া এলাকার ১৭৭ নম্বর বুথে মায়ের হয়ে ভোট দিলেন ছেলে। মাকে দেখিয়ে দিলেন তৃণমূলেই ভোট দিতে হবে।

  • শালবনির ১৪০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দিতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

  • WB Election Voting Live Update: বাসন্তীতে বোমা উদ্ধার। পুলিস সূত্রে খবর, বাসন্তীর আমঝাড়া গ্রামের একটি মাঠে ধানর খড়ের গাদার মধ্যে চারটি বোমা দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিস এসে বোমা চারটি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি এলাকায় পুলিশের নজরদারি চলছে। 

  • WB Election Voting Live Update: সকালে শালবনিতে উত্তেজনা। কেউদি জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। উত্তপ্ত পূর্বপাড়া এলাকা, 
    সংবাদমাধ্যমের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ, ঘটনায় গ্রেফতার একজন।

  • WB Election Voting Live Update: আজ ৫টি জেলায় ৩০টি আসনে ভোট গ্রহণ পর্ব। এ দিন সকালেই কেশিয়াড়ির বেগমপুরে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link