নিজস্ব প্রতিবেদন : খাবারের মধ্যে মিলল সিদ্ধ হয়ে যাওয়া আস্ত টিকিটিকি। এবার খাবারে টিকটিকি মিলল খড়গপুর আইআইটির একটি ছাত্রাবাসে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়গপুর আইআইটির আজাদ অ্যান্ড রেস্টুরেন্ট নামক ছাত্রাবাসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। পড়ুয়ারা খেতে বসে তরকারির মধ্যে সিদ্ধ হয়ে যাওয়া টিকটিকি দেখতে পায়। টিকিটিকি দেখা মাত্রই আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। এদিকে ততক্ষণে এক ব্যাচ পড়ুয়ার খাওয়া হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধানচন্দ্র রায় হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতাল সূত্রে কোনও অসুস্থতার খবর মেলেনি।


কী করে সবার নজর এড়িয়ে খাবারে টিকিটিকি থেকে গেল? তা খতিয়ে দেখছে আইআইটি কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় মুখ খুলতে রাজি হয়নি তারা। প্রসঙ্গত, খাবারের মধ্যে থাকা সিদ্ধ টিকটিকির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পোস্ট করেন জনৈক পড়ুয়া। তাতেই সামনে আসে গোটা ঘটনা।


আরও পড়ুন, ফাঁকা কামরায় অভিনেত্রীকে জড়িয়ে ধরে আরপিএফ কনস্টেবল! রাতের নামখানা লোকালে বিভীষিকাময় অভিজ্ঞতা


এর আগেও রেলের খাবারে, রেস্তরাঁর খাবারে টিকটিকি, আরশোলা উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছে। কিন্তু এভাবে কলেজের হস্টেলের খাবারে টিকটিকি? ছবি সামনে আসতেই আঁতকে উঠছে সবাই।