Furfura: প্রধানকে সরাতে হবে, পঞ্চায়েত অফিসে তালা দিলেন তৃণমূল সমর্থকরাই
প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন ফুরফুরার পীরজাদাদের একাংশ
নিজস্ব প্রতিবেদন: ফুরফুরা পঞ্চায়েতের প্রধান সামিম আহমেদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে গতকাল রাতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজের টাকা নয়ছয় করেছে প্রধান, তাই তাকে সরাতে হবে। এমন অভিযোগ বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
এনিয়ে প্রধান সামিম আহমেদ জানান, বিক্ষুব্ধ তৃণমূল আর আইএসএফ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। বিরুদ্ধে দূর্নীতির কোনো প্রমান দেখাতে পারবে না অভিযোগকারীরা।
এদিকে, প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন ফুরফুরার পীরজাদাদের একাংশ। পীরজাদা কাশেম সিদ্দিকির অভিযোগ, প্রধান এলাকার ব্যবসায়ীদের থেকে তোলা তোলেন। গাছ কাটা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছেন। তাই তৃণমূল কর্মীরাই পঞ্চায়েতে তালা মেরেছে। আমরা চাই প্রধানকে সাসপেন্ড করা হোক। এলাকার এক ব্যবসায়ীর অভিযোগ তার কাছ থেকে জোর করে টাকা নিয়েছেন প্রধান।
ফুরফুরা উন্নয়ন পর্ষদের কাজকর্ম নিয়ে আগামী ১৯ মে একটি বৈঠক ডেকেছেন জেলা শাসক। তাতে ফুরফুরা শরিফের ৪৮ জন পীরজাদাকে যেমন ডাকা হয়েছ তেমনই এলাকার সব স্তরের জনপ্রতিনিধিকেও ডাকা হয়েছে। তাতে ডাক পেয়েছেন ফুরফুরার প্রধান। কেন একজন দূর্নীতিগ্রস্থ প্রধানকে উন্নয়ন পর্ষদের বৈঠকে ডাকা হবে এর প্রতিবাদে ফুরফুরার তিন জায়গায় জেসিবি দিয়ে রাস্তা কাটে বিক্ষোভকারীরা। আজও সেই রাস্তা ঠিক করা হয়নি। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। সমস্যায় পড়েছেন ওই রাস্তা ব্যবহারকারীরা। বড় কোনো অশান্তির আশঙ্কায় পুলিস পিকেট বসানো হয়েছে ফুরফুরায়।
আরও পড়ুন-ওয়ারেন্ট ছাড়া কীভাবে অফিসে তল্লাশি! শুভেন্দুকে মামলার অনুমতি হাইকোর্টের