নিজস্ব প্রতিবেদন: লোকাল ট্রেন চালু করতে চাইছে মহারাষ্ট্র সরকার। মুম্বইতে গড়াতে চলেছে ট্রেনের চাকা। তবে এ রাজ্যে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ইস্যুতে বৈঠক চেয়ে রেলের পাঠানো দ্বিতীয় চিঠির উত্তর আসেনি। লোকাল চালানো নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিল রেল। রাজ্যও রেলকে চিঠি দিয়ে জানিয়েছিল তারাও ট্রেন চালাতে চায়। তাহলে কেন হচ্ছে না বৈঠক? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজাবাজারের ছবি পোস্টে তরুণীকে সমন, কলকাতা পুলিসকে 'সুপ্রিম' ভর্ৎসনা


অনেকেই মনে করছেন, পুজোর আগে লোকাল ট্রেন চালু হলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল। সে কারণেই তখন লোকাল ট্রেন চালু হয়নি। পুজোর প্রভাব বুঝতে আরও দিন দশেক সময় লাগবে। সেটা না বুঝে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়। মনে করছেন অনেকেই। কারণ মহারাষ্ট্রেও গণেশ পুজোর প্রায় দেড় মাস পরে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।