রাজাবাজারের ছবি পোস্টে তরুণীকে সমন, কলকাতা পুলিসকে 'সুপ্রিম' ভর্ৎসনা

Oct 29, 2020, 10:54 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী মন্তব্য করলেই সাধারণ মানুষকে সমন পাঠিয়ে পুলুসি হেনস্থার অভিযোগ উঠেছে বহুবার। রাজ্য সরকার ও শাসকদলের নেতাদের সামালোচনা করলেই পশ্চিমবঙ্গে গ্রেফতার হতে হয়েছে বহু সাধারণ মানুষকে। তুচ্ছ কারণে এ হেন পদক্ষেপের জন্য পুলিসকে ধমক দিল সুপ্রিম কোর্ট। 

2/7

যে ঘটনার জন্য আদালতের কাছে গোটা বিষয়টি স্পষ্ট হয়েছে সেটি হল- লকডাউনে রশ্নি বিশ্বাস নামের একজন ফেসবুক ইউজার রাজাবাজারের বিশৃঙ্খলা ও ভিড়ের ছবি পোস্ট করে তৃণমূল সরকারকে ভর্ৎসনা করে।

3/7

 ইনি দিল্লির বসিন্দা।এর পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় কলকাতা পুলিস। কলকাতা পুলিসের সমনকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা।

4/7

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চলে মামলা। মামলার রায়ে পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিসকে কড়া ভর্ৎসনা করেছে আদালত। 

5/7

আদালত জানিয়েছে,  পুলিস যদি সাধারণ মানুষের  বাকস্বাধীনতা কেড়ে নিতে চায়, তাহলে আগামীদিনে আদালতকে হস্তক্ষেপ করতেই হবে।  

6/7

উল্লেখ্য, গত ১৩ মে রোশনি বিশ্বাস নামে ওই মহিলার বিরুদ্ধে বালিগঞ্জ থানায় FIR করে কলকাতা পুলিস। 

7/7

তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজন তৈরি, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া, মানহানি, শান্তিভঙ্গ ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ আনে পুলিস।