নিজস্ব প্রতিবেদন: মরেও রক্ষা নেই। খবর পেয়েই ছুটে এল পাওনাদাররা। মৃতদেহ সত্কার করতে দেব না বলে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করল এলাকার কিছু মানুষ। পরিস্থিতি সামাল দিতে ছুটে এল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার অভিনব এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের(Ghatal) সিংহডাঙ্গা এলাকায়। ধানের ব্যবসা করতেন বিশ্বজিত্ চক্রবর্তী নামে ওই ব্যবসায়ী। শনিবার তিনি আত্মহত্যা করেন। সেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় সমস্যা।


আরও পড়ুন-ঝাড়গ্রামের পর এবার বাঁকুড়া, করোনা মোকাবিলায় ফের Micro Containment Zone রাজ্যে  


পাওনাদাররা বিশ্বজিতের বাড়িতে এস দাবি করে তাদের কাছ থেকে ধান নিয়ে ছিলেন বিশ্বজিত্। সেই টাকা মেটাতে হবে। তা না হলে মৃতদেহ সত্কার করতে দেব না। এমন ঘটনায় অবাক হয়ে যান পাড়া প্রতিবেশীরা। শেষপর্যন্ত খবর দেওয়া হয় পুলিসকে।


আরও পড়ুন-'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান  



খবর পেয়ে ছুটে আসে ঘাটাল থানার পুলিস। বিক্ষোভকারীরা পুলিসকে জানান, বিশ্বজিত্ চক্রবর্তীর কাছ থেকে তারা বিপুল টাকা পাবেন। সেই টাকা কীভাবে দেওয়া হবে তা জানাতে হবে পরিবারকে। শেষপর্যন্ত বিক্ষোভকারীদের বুঝিয়ে মৃতদেহ সত্কারের জন্য পাঠায় পুলিস। মৃতের পরিবারের দাবি, ব্যবসায় বিপুল টাকার ক্ষতি হয়ে গিয়েছিল। চারদিকে ঋণও হয়ে গিয়েছিল। তাতেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)