ওয়েব ডেস্ক : সময় মত আসেনি শিয়ালদহমুখী ট্রেন। এর জেরে ধুন্ধুমার কাণ্ড নুঙ্গি স্টেশনে। চলল ভাঙচুর। লাঠিচার্জের অভিযোগ উঠল। অবরোধে বসলেন স্থানীয় বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকাল সাড়ে ৮টায় আপ বজবজ লোকাল আসতে দেরি হয়। ট্রেন আসার পরই বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অভিযোগ, ড্রাইভারকে নামিয়ে মারধর করা হয়। স্টেশন চত্বরে চলে ভাঙচুর। স্টেশন মাস্টারের অফিসেও ভাঙচুর চালান উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিস গিয়ে লাঠিচার্জ করে। 


এরপর অবরোধে বসে পড়েন যাত্রীরা। সকাল নটা থেকে প্রায় তিন ঘণ্টা চলে অবরোধ।  এর জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বজবজ ট্রেন চলাচল। শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষের মধ্যস্থতায় সাড়ে ১১টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আরও পড়ুন, উপনির্বাচনে গৈরিক উত্থান, কাঁথি দক্ষিণে দ্বিতীয় স্থানে বিজেপি