উপনির্বাচনে গৈরিক উত্থান, কাঁথি দক্ষিণে দ্বিতীয় স্থানে বিজেপি

উপনির্বাচনে গৈরিক উত্থান। বামেদের সরিয়ে কাঁথি দক্ষিণ কেন্দ্রে দ্বিতীয় স্থান দখল করল বিজেপি। উপনির্বাচনে CPI প্রার্থী উত্তম প্রধানের চেয়ে ৩ গুণেরও বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী সৌরিন্দ্রমোহন জানা। বিজেপির ঝুলিতে  ৫২ হাজার ৮৪৩ ভোট। সিপিআই প্রার্থীর দখলে ১৭ হাজার ৪২৩ ভোট। কংগ্রেস আটকে থাকল ২ হাজার ২৭০ ভোটে।

Updated By: Apr 13, 2017, 01:37 PM IST
উপনির্বাচনে গৈরিক উত্থান, কাঁথি দক্ষিণে দ্বিতীয় স্থানে বিজেপি

ওয়েব ডেস্ক : উপনির্বাচনে গৈরিক উত্থান। বামেদের সরিয়ে কাঁথি দক্ষিণ কেন্দ্রে দ্বিতীয় স্থান দখল করল বিজেপি। উপনির্বাচনে CPI প্রার্থী উত্তম প্রধানের চেয়ে ৩ গুণেরও বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী সৌরিন্দ্রমোহন জানা। বিজেপির ঝুলিতে  ৫২ হাজার ৮৪৩ ভোট। সিপিআই প্রার্থীর দখলে ১৭ হাজার ৪২৩ ভোট। কংগ্রেস আটকে থাকল ২ হাজার ২৭০ ভোটে।

গত বিধানসভা ভোটে কাঁথি দক্ষিণে জয়ী হন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআই প্রার্থী উত্তম প্রধান। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির কমলেশ মিশ্র। সেবার বিজেপির থেকে প্রায় ৪ গুণ ভোটে এগিয়ে ছিল সিপিআই।  ২০১১-র বিধানসভা ভোটেও এই কেন্দ্রে দু-নম্বরে ছিল সিপিআই।

আরও পড়ুন, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে সাড়ে ৪২ হাজারের বেশি ভোটে জয়ী চন্দ্রিমা ভট্টাচার্য

.