নিজস্ব প্রতিবেদন:  নিশীথ প্রামানিকের ত্রাণের গাড়ির পর এবার দিনহাটায় খোদ তৃণমূল শ্রমিক সংগঠনের ত্রাণের গাড়ি আটকে দিল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার দুপুরে একটি ছোট লরি করে ত্রাণ নিয়ে যাচ্ছিল তৃণমূলের শ্রমিক সংগঠন। সেটিকে আটকে দেয় পুলিস। পুলিসের সাফ কথা, অনুমতি ছাড়া ত্রাণ দেওয়া যাবে না। এর প্রতিবাদে দিনহাটা থানায় ধর্ণা দেয় তৃণমূল শ্রমিক সংগঠনের(উদয়ন গুহ ঘনিষ্ঠ) নেতারা।


আরও পড়ুন-মাত্র ৪০ পয়সার এই হজমের ওষুধেই কাবু হতে পারে করোনা! চাঞ্চল্যকর দাবি গবেষকদের


গোটা বিষয়টিকে নাটক বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। তাঁর সাফ কথা, পুলিস ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। এর চিত্রনাট্য শাসক দলের সঙ্গে আলোচনা করেই বানানো হয়েছে। নিশীথবাবু আরও বলেন, এরকম যে হবে তা সকাল থেকেই দিনহাটায় সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। শেষপর্যন্ত তা মিলে গেল।


উদয়ন গুহকে কটাক্ষ করে নিশীথবাবু বলেন, একজন বিচক্ষণ রাজনৈতিক নেতার কাছ থেকে এই ধরনের সস্তা রাজনীতি আশা করা যায় না।


এনিয়ে পুলিশের কোনো বক্তব্য জানা যায়নি। পুলিশ সুপার প্রথমে বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা বললেও পরে তিনি কোনো উত্তর দেননি।


আরও পড়ুন-মানসিক রোগগ্রস্ত যুবকের মাথায় পা দিয়ে বেধড়ক লাঠিপেটা পুলিসের, ভাইরাল হল ভিডিয়ো


তবে এই প্রসঙ্গে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানান,  দিনহাটাবাসী আগেই জানতেন এলাকার সাংসদ প্রায় ৪০ দিন ঘুমিয়ে থাকার পর রাজনীতি করার জন্য এই বিপর্যয়ের সময় ময়দানে নামবেন। তবে শ্রমিক সংগঠনের গাড়ি পুলিশের আটকানো নিয়ে বিধায়কের বক্তব্য, গাড়িতে ব্যানার লাগানো ছিল তাই পুলিশ আটকে দিয়েছে।