মানসিক রোগগ্রস্ত যুবকের মাথায় পা দিয়ে বেধড়ক লাঠিপেটা পুলিসের, ভাইরাল হল ভিডিয়ো

ওই ভিডিয়ো ভাইরাল হতেই দুই পুলিস কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে সুনীলকে মারধরের কথা স্বীকার করেছে পুলিস

Updated By: May 3, 2020, 07:33 PM IST
মানসিক রোগগ্রস্ত যুবকের মাথায় পা দিয়ে বেধড়ক লাঠিপেটা পুলিসের, ভাইরাল হল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজই দেশের চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, পুলিসকে সম্মান জানিয়েছে বায়ুসেনা। আর এদিনেই উত্তরপ্রদেশের এটাওয়ায় দুই পুলিস কনস্টেবলের নক্কারজনক ঘটনা সামনে এল।

পড়ুন-ভাঙল সব রেকর্ড! গত ৪ দিনে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১০ জন

সুনীল যাদব নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে এটায়ার বিবামউ গ্রামে যায় পুলিসের দুই কনস্টেবল। অভিযোগ, সুনীল তাদের ওপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এতেই নির্মমভাবে প্রহার করা হয় ওই যুবককে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীন সূত্রে খবর ওই যুবক মানসিক রোগী। তার চিকিত্সাও চলছে।

ভিড়িয়োটিতে দেখা যাচ্ছে। মাটিতে ফেলে ওই যুবককে লাঠি দিয়ে বেদম পেটাচ্ছে পুলিস। কখনও তার বুকে পা রেখে, কখনও মাথা পা দিয়ে চেপে ধরে বেধড়ক মারছে ওই পুলিসকর্মী।

পুলিসের দাবি, সুনীল তাদের ওপরে ছুরি নিয়ে হামলা চালায়। মাদকাসক্ত ওই যুবক এলাকার অনেকের ওপরেই হামলা করেছে। সুনীলকে খুব বেশি মারধর করা হয়নি।

পড়ুন-মাত্র ৪০ পয়সার এই হজমের ওষুধেই কাবু হতে পারে করোনা! চাঞ্চল্যকর দাবি গবেষকদের

এদিকে, ওই ভিডিয়ো ভাইরাল হতেই দুই পুলিস কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে সুনীলকে মারধরের কথা স্বীকার করেছে পুলিস।

.