লকডাউনে পণ্য চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে, রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের
এনিয়ে রাজ্যসরকার গুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
নিজস্ব প্রতিবেদন: লকডাউনের সময়ে পণ্য চলাচলে বাধার সৃষ্টি করছে বিভিন্ন রাজ্য। এইসময় যেসব চজায়গায় ছাড় রয়েছে তা মানা হচ্ছে না। এনিয়ে রাজ্যসরকার গুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন-বহুল পরিচিত এই অ্যাপে রয়েছে ফাঁদ, সতর্ক না হলে ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে বিদেশে
ওই চিঠিতে বলা হয়েছে, লকডাউনে যেসব ছাড় আছে অনেক রাজ্যে তা মানা হচ্ছে না। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে আসার ট্রাক আটকানো হচ্ছে। অত্যাবশ্যকীয় দ্রব্য এর উত্পাদনের কাজে যুক্ত কর্মীদের পাস দেওয়া হচ্ছে না। এছাড়াও আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে এক রাজ্যের পাস নিয়ে যাওয়া কর্মীদের অন্য রাজ্য যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। কোল্ড স্টোরেজ, ওয়ারহাউস খুলতে দেওয়া হচ্ছে না।
তাই স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা-
১) বৈধ লাইসেন্স থাকা ড্রাইভার ও একজন খালাসি সহ কোনো পন্য পরিবহনকারী ট্রাককে কোথাও আটকানো যাবেনা।
অত্যাবশ্যকীয় পন্য সহ অন্য যে কোনো পন্য নিয়ে আসা ট্রাক আটকানো যাবে না।
আরও পড়ুন-করোনা-মুক্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, নার্সদের নাম করে কৃতজ্ঞতা জানালেন বরিস জনসন
কোনো খালি ট্রাকও আটকানো যাবে না যার বৈধ লাইসেন্স ও পারমিট আছে।
লোকাল অথরিটিকে সুনিশ্চিত করতে হবে যারা এরা যাতে ঠিকভাবে পণ্য পৌঁছে দিতে পারে ও খালি গাড়ি নিয়ে বাড়িতে ফিরে যেতে পারে।