নিজস্ব প্রতিবেদন: ফের লকডাউনের দিন বদল করল রাজ্য সরকার। মোট ৭ দিনই লকডাউন থাকছে তবে তারিখ বদল হয়েছে। রাজ্যবাসীর ভাবাবেগের কথা মাথার রেখেই এই বদল বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শ্যামল চক্রবর্তীর পর এবার করোনা আক্রান্ত মহম্মদ সেলিম  


করোনা নিয়ন্ত্রণে লকডাউনকে প্রহসনে পরিণত করেছে রাজ্য সরকার। এমনটাই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্ত্তী।



সোমবার রাজ্য সরকার লকডাউনের তারিখ বদলের কথা ঘোষণা করার পরই সুজন টুইট করেছেন, লকডাউনের ক্যালেন্ডার এনিয়ে চারবার বদল হল। দিনও ১০ থেকে কমে হল ৭। তারিখ বদল হয়েছে ৬টা। কে বানাচ্ছে এই তালিকা? কেন, কোন যুক্তিতে এরকম তারিখ বদল হচ্ছে? কেউ জানে?


রাজ্য সরকারকে বিঁধে সুজন আরও লিখেছেন, ট্র্যাপিজের খেলা নাকি! পাগলা দাশুর রাজত্ব যেন! সরকার নাকি সার্কাস! সর্বনাশের একশেষ।


আরও পড়ুন-'দিলীপ ঘোষ একাই একুশে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে', রাজ্য সভাপতির মন্তব্যে শোরগোল অন্দরে


উল্লেখ্য, অগাস্ট মাসে বিভিন্ন সম্প্রদায়ের একাধিক উত্সব রয়েছে। সেকথা মাথায় রেখেই কিছুটা ছাড়া দিতে চাইছে সরকার। আগের লকডাউনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৬,১৭,২৩ এবং ২৪ অগাষ্টকে। পরিবর্তে লকডাউন করা হচ্ছে ২০,২১,২৭ এবং ২৮ অগাষ্ট।


ঘোষিত নয়া লকডাউনের তারিখ


৫ অগাষ্ট (বুধবার)
৮ অগাষ্ট (শনিবার)
২০ অগাষ্ট (বৃহস্পতিবার)
২১ অগাষ্ট (শুক্রবার)
২৭ অগাষ্ট (বৃহস্পতিবার)
২৮ অগাষ্ট (বুধবার)
৩১ অগাষ্ট (সোমবার)