নিজস্ব প্রতিবেদন: পঞ্চমদফা ভোটের দিন মেজাজ রীতিমতো পঞ্চমে তাঁর। রাজ্যের  চার বুথ চার মূর্তি দেখল এদিন। হুগলির ধনেখালির কাকড়াখুলিতে  বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে বুথে ঢুকে চোটপাট করেন বিজেপি প্রার্থী। এরপর কার্যত চড় বাগিয়েই এজেন্টকে তিনি বলেন মেরে চামড় গুটিয়ে দেওয়ার কথা। এরপর হুগলীর বেলমুড়িতে প্রার্থীকে দেখে বন্দেমাতরম স্লোগান দেন কয়েকজন বাসিন্দা। তাতেও মেজাজ হারান লকেট। তাঁদের দিকে এগিয়ে যান বিজেপি প্রার্থী।  চিৎকার করে হুমকি দিয়ে লকেট তাঁদের জয়শ্রীরাম স্লোগান দিতে বলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিজেপি তৃণমূলের এজেন্টদের ধুন্দুমার, অশান্তি আরামবাগে


এ ছাড়াও রয়েছে আরও দুই বিক্ষিপ্ত ঘটনা। মল্লিকপুরে একটি বুথে ভোট কর্মীদের সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ছাপ্পা ভোটের অভিযোগে সরব হন তিনি। অন্যদিকে হুগলির ধনেখালির কাকড়াখুলির বুথে বিজেপির এজেন্টকে জোর করে বের করে দেওয়ার অভিযোগে সরাসরি বুথে ঢুকে খোদ প্রিসাইডিং অফিসারকে হুমকি দেন লকেট। উল্লেখ্য পুনঃনির্বাচনের দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়।