ওয়েব ডেস্ক: ধীরে ধীরে জল সরছে ঘাটালে। তবে এখনও বহু গ্রাম জলবন্দি। দাসপুরে একতলা সব বাড়িই প্রায় জলের তলায়। শুরু হয়েছে প্রতাপপুরের বাঁধ মেরামতির কাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উদ্বেগ কাটছে না ঘাটালে। জল নতুন করে বাড়েনি। তবে বহু গ্রাম এখনও জলবন্দি। জল যে কমে নামবে বুঝেই উঠতে পারছেন না দুর্গতরা। বাজার, স্কুল, বাড়ি, চাষের খেত সব জলের তলায়। দাসপুরের অবস্থা এখনও একইরকম। পাত্রপাড়ায় ৮টি দোতলা পাকা বাড়ি ভেঙে পড়েছে। একতলা বাড়ি প্রায় সবই জলের তলায়।


পরিস্থিতি সামাল দিতে প্রতাপপুরে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। ৫ থেকে ১০ দিনের মধ্যে বাঁধ মেরামতির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের দাবি, বাঁধ মেরামতির কাজ শেষ না হলে দুর্ভোগও কাটবে না। ঘাটাল পুরসভা এলাকায় জল নামতে শুরু করেছে।


পশ্চিম মেদিনীপুরের  দাসপুরেও বন্যা পরিস্থিতি অপরিবর্তীত। ঘাটাল ও দাসপুরে ত্রাণ পৌছানো নিয়ে অল্প বিস্তর ক্ষোভ রয়েছে বাসিন্দাদের। দাসপুরের বেশকিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।