নিজস্ব প্রতিবেদন: রাজ্যে নির্বিঘ্নে লোকসভা ভোট করাতে আজ শুক্রবার আসছে আরও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ভোটের ২৫ দিন আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এরপর আজ আসছে আরও ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অর্জুনকে টেনে কতটা লাভ বিজেপির? ২০১৪ সালে ভাটপাড়ার ফল দিচ্ছে অশনি সংকেত


শুক্রবার থেকেই বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় এরিয়া ডমিনেশনে নামবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে জেলায় জেলায় টহল শুরু করবে বাহিনী। ইতিমধ্যেই কোন জেলায় কত বাহিনী থাকবে তা ঘোষণা করেছে কমিশন। দক্ষিণ ২৪ পরগনায় ২ কোম্পানি ছাড়া উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুরে ১ কোম্পানি করে বাহিনী রয়েছে।



আরও পড়ুন-সেলিম ও তৃণমূল প্রার্থীকে ভোট নয়, বার্তা দীপা ঘনিষ্ঠ কংগ্রেসের জেলা সভাপতির


এদিকে, আজ বীরভূমের ঝাড়খণ্ড লাগোয়া মহম্মদবাজারের রামপুর পঞ্চায়েত এলাকায় রুটমার্চ শুরু করেছে বাহিনী। এছাড়াও রুট মার্চ করা হবে মহম্মদবাজার সহ বিভিন্ন শহরেও। রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কমিশন। পাশাপাশি বহুদিন থেকে অভিযোগ ছিল, বীরভূমের সীমান্ত ঘেঁসা এলাকায় ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা ঢুকে হামলা চালাচ্ছে। সেকথা মাথায় রেখেও তত্পর কমিশন।