নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মন্তব্য করে ফের বিতর্কে অনুব্রত মন্ডল। তাঁর হুমকি, বাহিনী ভুল করলে দেখে নেওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তাজ্জব আয়কর দফতরের অফিসাররা, গাড়ির টায়ারে তল্লাশি চালাতেই বেরিয়ে এল কোটি কোটি টাকা


লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ৯০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় রাজ্যের ৩ কেন্দ্রের ভোটগ্রহণে ব্যবহার করা হয় ১৯৪ কোম্পানি বাহিনী। এবার আরও ৫০ কোম্পানি বাড়াতে চায় কমিশন। এরকম এক অবস্থায়  শনিবার লাভপুরের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকেই নিশানা করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল।



অনুব্রত মন্ডল বলেন, ‘সেন্ট্রাল ফোর্স নিজের কাজ করবে। যদি অন্যায় করে তাহলে দেখে নেবেন। ছেড়ে দেবেন না। ছাড়ার কোনও ব্যাপার নেই।’


আরও পড়ুন-বিহারের সঙ্গে বাংলার পরিস্থিতির তুলনা, বিশেষ পর্যবেক্ষকের অপসারণের দাবি তৃণমূলের


কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের পাশাপাশি প্রত্যেক বুথে লিড দেওয়ারও ডাক দেন অনুব্রত। তৃণমূল জেলা সভাপতি বলে, ‘প্রত্যেকটি বুথে লিড চাই। তা নাহলে জানব আমার সঙ্গে বেইমানি করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করলেন। প্রত্যেক বুথে লিড পেতে হবে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেউ যদি কিছু ভাবে তাহলেও ছাড়বেন না। যা করার তা করে দেবেন।’