নিজস্ব প্রতিবেদন: ঝাড়গ্রামে এবার ভোটের সমীকরণ বেশ জটিল। এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। তবে লড়াইয়ে নজর কাড়ছেন রাজনীতিতে আনকোরা বিজেপি প্রার্থী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-গরুচুরিকে কেন্দ্র করে রণক্ষেত্র তুফানগঞ্জ, পুড়ল পুলিসের গাড়ি


বীরবাহা সোরেন,  তৃণমূল কংগ্রেস


বয়স-৪৮


ঠিকানা-ছোটবনসর, ঝাড়গ্রাম


আয়- রেকর্ড নেই(২০১৭-১৮), ১৬০০ টাকা কর দিয়েছেন। স্বামী- রেকর্ড নেই


মামলা-নেই


হাতে নগদ- ৫০,০০০ টাকা, স্বামী-৪৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ১০,৯৫,৫৫০ টাকা, স্বামী-১৫,৭০০৫ টাকা


স্থাবর সম্পত্তি- ৩৪,০০,০০০ টাকা


ঋণ- নেই


শিক্ষা-এমএ


পেশা-শিক্ষকতা


 


কুনার হেমব্রম, বিজেপি


বয়স-৫৬


ঠিকানা-কন্যাডোবা, ঝাড়গ্রাম


আয়- ৪,১৯,৫০০টাকা(২০১৮-১৯), স্ত্রী-৩,০৪,৯১০ টাকা


মামলা-নেই


হাতে নগদ-৭,০০০ টাকা, স্ত্রী-৩০,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ৫,০১,০৬১ টাকা, স্ত্রী-৩,৮৬,৪৩৭ টাকা


স্থাবর সম্পত্তি- ৯১,২৮,০০০ টাকা, ২৩,৭৪,০০০ টাকা


ঋণ- টাকা, স্বামী- টাকা


শিক্ষা-প্রযুক্তিতে স্নাতক


পেশা-সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কনসাল্টেন্সি


আরও পড়ুন-অযোধ্যা মামলার সমাধানে ১৫ অগাস্ট পর্যন্ত সময় পেলেন মধ্যস্থতাকারীরা


 


দেবলীনা হেমব্রম, সিপিএম


বয়স-৪৮


ঠিকানা-রানীবাঁধ, বাঁকুড়া


আয়-রেকর্ড নেই


স্বামীর আয়-রেকর্ড নেই


মামলা-নেই


হাতে নগদ-১ হাজার, স্বামী-নেই


অস্থাবর সম্পত্তি- ১,৩৫,৮৩৮ টাকা, স্বামী- রেকর্ড নেই


স্থাবর সম্পত্তি-১৬,১২,০০০, স্বামী- টাকা


ঋণ-৪৪,৪৩৯ টাকা


শিক্ষা-মাধ্যমিক


পেশা-সমাজসেবা


 


যগেশ্বর হেমব্রম, কংগ্রেস


বয়স-৫৪


ঠিকানা-উত্তর বামডা, ঝাড়গ্রাম


আয়- রেকর্ড নেই, স্ত্রী-রেকর্ড নেই


মামলা-নেই


হাতে নগদ- ১০,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ১,৪৯,৯২৫ টাকা, স্ত্রী-৩০,০০০ টাকা


স্থাবর সম্পত্তি-৫০,০০০, স্ত্রী-নেই


ঋণ-নেই, স্ত্রীর-নেই


শিক্ষা-অষ্টম শ্রেণি পর্যন্ত


পেশা-কৃষিকাজ