প্রার্থীদের বায়োডাটা, তমলুক: দিব্যেন্দুকে বেগ দিতে পারবেন ডাকাবুকো বহিষ্কৃত সিপিএম নেতা লক্ষ্মণ!
অধিকারী গড়ে এবার ফের পরীক্ষা। মেদিনীপুরে বিজেপির বাড়ন্তের মধ্যে তমলুকে গেরুয়া শিবির এবার কী করতে পারে সেটাই দেখার। পাশাপাশি এবার কংগ্রেসের টিকিটে লড়াই করছেন এক সময়ের সিপিএমের ডাকাবুকো নেতা লক্ষ্ণণ শেঠ।
নিজস্ব প্রতিবেদন: অধিকারী গড়ে এবার ফের পরীক্ষা। মেদিনীপুরে বিজেপির বাড়ন্তের মধ্যে তমলুকে গেরুয়া শিবির এবার কী করতে পারে সেটাই দেখার। পাশাপাশি এবার কংগ্রেসের টিকিটে লড়াই করছেন এক সময়ের সিপিএমের ডাকাবুকো নেতা লক্ষ্ণণ শেঠ।
দিব্যেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস
বয়স-৪২
ঠিকানা-কারকুলি, কাঁথি, পূর্ব মেদিনীপুর
আয়- ১০,০৫,৮৬৭ টাকা(২০১৭-১৮), স্ত্রী- ৯,৬৮,৯৯১
মামলা-১
হাতে নগদ- ৩৩,৪৮০ টাকা, স্ত্রী-২৫,৯৮০ টাকা
অস্থাবর সম্পত্তি- ১,৪০,৫৫,৪১৩ টাকা, স্ত্রী-১,৪৯,৪৩,৩৭৪ টাকা
স্থাবর সম্পত্তি-৪৩,০০,০০০ টাকা, স্ত্রী-৩৬,০০,০০০ টাকা
ঋণ-৭৩,৮৩,৫৩৬ টাকা, স্ত্রী-১০,১৩,৯৬৫ টাকা
শিক্ষা-স্নাতক
পেশা-ব্যবসা
সিদ্ধার্থশঙ্কর নস্কর, বিজেপি
বয়স-৫০
ঠিকানা-উত্তর রেদোখালি, দক্ষিণ ২৪ পরগনা
আয়- রেকর্ড নেই, স্ত্রী-রেকর্ড নেই
মামলা-১
হাতে নগদ- ১,৬৪,৩৫০ টাকা
অস্থাবর সম্পত্তি- ৮,৪১,০৯০ টাকা, স্ত্রী- ৬২৫০০ টাকা
স্থাবর সম্পত্তি- ১০,০০,০০০ টাকা
ঋণ- নেই, স্ত্রী-নেই
শিক্ষা-অষ্টম শ্রেণি পাস
পেশা-সংগীতশিল্পী(কীর্তন)
সেখ ইব্রাহিম আলি, সিপিএম
বয়স-৩১
ঠিকানা-জয়কৃষ্ণপুর, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর
আয়-রেকর্ড নেই
স্ত্রীর আয়-রেকর্ড নেই
মামলা-৪
হাতে নগদ- ১০০০ টাকা, ৩০০০ স্ত্রী- টাকা
অস্থাবর সম্পত্তি- ১৯,৪৩৮.৯৫ টাকা, স্ত্রীর-৩,৯৩,০০০ টাকা
স্থাবর সম্পত্তি- নেই, স্ত্রী- টাকা
ঋণ-নেই
শিক্ষা-স্নাতক
পেশা-সমাজসেবা
লক্ষণচন্দ্র শেঠ, কংগ্রেস
বয়স-৭৩
ঠিকানা-হাতিবেড়িয়া, হলদিয়া
আয়- ৫,৯৬,২২৫ টাকা(২০১৭-১৮)
মামলা-৫
হাতে নগদ- ২৫,৪০০ টাকা
অস্থাবর সম্পত্তি- ১৭,৯৫,৯৫৩ টাকা
স্থাবর সম্পত্তি-২,৫০,০০০ টাকা
ঋণ-নেই
আয়-পেনশন
শিক্ষা-পিএইচডি, এলএলবি, এমএ
পেশা-সমাজসেবা