নিজস্ব প্রতিবেদন: ছাদের চাঙর ভেঙে পড়ল ইভিএমের ওপর। মেশিন ভেঙে চুরমার হয়ে যাওয়ায় বন্ধ রাখতে হল ভোটগ্রহণ। ঘটনাটি ঘটেছে গাইঘাটা বাজারের কাছে নারিকেলা এফপি বিদ্যালয়ে। ভোট চলাকালীন ১২৫ নম্বর এই বুথের ওপর থেকে ছাদ ভেঙে পড়ে। কার্যত ভেঙে গুড়িয়ে যায় ইভিএণ মেশিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  এজেন্টকে মেরে চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি, "বন্দেমাতরম"-এও চটলেন লকে


বিপত্তির কারণে দীর্ঘক্ষণ ভোটগ্রহণ ব্যহত হয় এই কেন্দ্রে। ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।  উল্লেখ্য, বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ-সহ রাজ্যের মোট ৭টি আসনে আজ ভোটগ্রহণ পর্ব। আজ পাখির চোখ বারাকপুর।



অর্জুন সিং থেকে লকেট চট্টোপাধ্যায় একাধিক প্রার্থীর বিরুদ্ধে এসেছে অশান্তির অভিযোগ।