শ্রীরামপুরে ভোট দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ যুবক, বনগাঁয় `আক্রান্ত` বিজেপি কর্মীরা
মহম্মদ আকবর সোমবার ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেসময় রাজা গুপ্তা নামে স্থানীয় এক যুবক শ্রীরামপুরের ঝাউবাগান এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসায় তপ্ত শ্রীরামপুর। ভোট শেষের পর শ্রীরামপুরের ঝাউবাগানে গুলিবিদ্ধ যুবক। আহতের নাম মহম্মদ আকবর। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আকবর সোমবার ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেসময় রাজা গুপ্তা নামে স্থানীয় এক যুবক শ্রীরামপুরের ঝাউবাগান এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আকবরের ডান পায়ে গুলি লাগে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করতে হয়।
কী মার মেরেছে লাঠি দিয়ে বাপরে বাপ! বললেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন
পরিবারের অভিযোগ, রাজা মাঝেমধ্যেই 'ভোটের পর দেখে নেব' বলে আকবরকে হুমকি দিত। রাজার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে পুলিস।
অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ওঠে বনগাঁতেও। ভোট দিয়ে ফেরার পাথে বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূলের দিকে । বনগাঁ উত্তর কেন্দ্রের সবাইপুরের ঘটনা । বনগাঁ থানায় এসে আভিযোগ দায়ের করেন আহতরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।