নিজস্ব প্রতিবেতন:  ভোটের সুর পঞ্চমে। পঞ্চম দফার ভোটে সবচেয়ে বেশি নজরে ছিল বারাকপুর। আর সেই আশঙ্কা সত্যি করেই সকাল থেকেই উত্তপ্ত বারাকপুর লোকসভা কেন্দ্র। ফের বিতর্কে অর্জুন সিং। পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে বারাকপুরের মোহনপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং। গত আধ ঘণ্টাতে স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ঘটনায় মুখ ফেটে রক্তাক্ত হয় অর্জুন সিং। কেন্দ্রীয়বাহিনী, পুলিস প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা স্বাভাবিক হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পঞ্চম দফায় আজ বাংলার ৭টি আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ


অভিযোগ এক পোলিং এজেন্টকে বুথে নিয়ে যাচ্ছিল অর্জুন সিং, তখনই তৃণমূলের সমর্থকরা বাঁধা দেয়।" তাপস দাস নামে ওই পোলিং এজেন্টের মা তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ এনে বলেন "২৩ মে-র পর আমার ছেলেকে খুন করা হবে, আমরা বিজেপিকে সমর্থন করি বলে তৃণমূলের লোকেরা আমাদের ওপর হামলা করেছে।" একদিকে অর্জুন সিং দাবি করছেন তাঁকে মারধর করেছে অন্যদিকে তৃণমূলের দাবি তাঁদের মারধর করা হয়েছে। এমনকী এক ফুল বিক্রেতা মহিলাকেও বেধরক মারধর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সবমিলিয়ে রীতিমতো উত্তপ্ত বারাকপুর। গোটা এলাকা মুড়ে ফেলেছে পুলিস বাহিনী। মোতায়েন রয়েছে আধাসেনা। তবে জানা গিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও ভোট গ্রহণ প্রক্রিয়ার কোনও প্রভাব পড়েনি।