নিজস্ব প্রতিবেদন: বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খড়্গপুর। সংঘর্ষে আহত দুপক্ষের ৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




খড়্গপুরের সুভাষপল্লির বাসিন্দা জয়দীপ স্বর্ণকার ও তাঁর স্ত্রী বিজেপির ভারত মাতা সমিতির সদস্য ছবি স্বর্ণকারের ওপর হামলা হয় বলে অভিযোগ। মঙ্গলবার   তাঁরা সুভাষপল্লি গেটের কাছে দাঁড়িয়েছিলেন। অভিযোগ,  তখনই সুভাষপল্লি ৭নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ, কুণাল সরকার ও তাঁদের দলবল গিয়ে বেধড়ক মারধর করে। 


কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা নিয়ে তাড়া করার নির্দেশ তৃণমূলের মন্ত্রীর, ট্যুইটে দাবি বিজেপির
 রামনবমীর দিনও জয়দীপ ও তাঁর স্ত্রীকে  প্রাণনাশের হুমকি দিয়েছিল কুনাল সরকার। তাই জয়দীপ ও ছবি টাউন থানাতে কুণাল সরকারের নামে অভিযোগ দায়ের করেন । 
অভিযোগ কেন দায়ের করা হয়েছে, সেই কারণেই পাল্টা হামলা চালায় বলে অভিযোগ। জয়দীপকে  মার খেতে দেখে  দেখে তাঁকে বাঁচাতে যান ছবি। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করে। আহতরা খড়গপুর মাহকুমা  হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কুণাল সরকারকে খড়গপুর থানার পুলিশ আটক করেছে । জানা গিয়েছে, কুণাল সরকার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ। এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা।