নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে ফের উত্তপ্ত কেষ্টর গড়। বিজেপি তৃণমূল সংঘর্ষে চলল ব্যাপক বোমাবাজি।  আহত কমপক্ষে ৬জন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত বীরভূমের মহম্মদবাজারের ভেজিনা গ্রাম। 
ঘটনার সূত্রপাত সোমবার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




বীরভূমের মহম্মদবাজারের ভেজিনা গ্রামে বিজেপি - তৃনমুল সংঘর্ষ।।  আহত ৬ জন।।  গতকাল বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। অভিযোগ, মনোনয়ন জমা দিয়ে ফেরার পরই গ্রামে ঢুকলে বিজেপি প্রার্থীদের ওপর হামলা করে তৃণমূল কর্মী সমর্থকরা। 


সৌমিত্র খাঁ বউ আর বালি নিয়ে থাকতেই ভালোবাসেন, কড়া আক্রমণ অভিষেকের
তাঁদের লক্ষ্য করে বেপরোয়া বোমাবাজি করা হয়।  প্রতিরোধ গড়তে পাল্টা বিজেপি কর্মীরাও হামলা করে বলে অভিযোগ। সংঘর্ষে দু'পক্ষের ৬ জন আহত হন।  তাঁদের মধ্যে ৩ জন বিজেপি কর্মীকে আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


৫ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, রণক্ষেত্র শ্যামনগর
ঘটনার পর থেকে থমথমে এলাকায়। পুলিস মোতায়েন রয়েছে।