নিজস্ব প্রতিবেদন: পুনর্নির্বাচনের দিন ঘোষণার হওয়ার পরই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচি। সংঘর্ষে আহত এক মহিলা-সহ ৪ বিজেপি সমর্থক। কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



কোচবিহারের শীতলকুচি বিধানসভার ৫/ ১৮১ নম্বর বুথে ২৯ এপ্রিল পুনর্নির্বাচনের দিন ঘোষণা হয়েছে।  তারপর থেকেই ওই বুথে উত্তেজনা  তৈরি হয়েছে।  শুক্রবার বিজেপি কর্মীদের ওপর হামলা হয় বলে অভিযোগ । বিজেপি কর্মীদের অভিযোগ,  তৃণমূল কর্মীরা তাঁদের  ওপর লাঠি, লোহার রড নিয়ে চড়াও হয়। আহত হন ৪ জন। তাঁদের মধ্যে দিনবালা বর্মন ও কানাই বর্মন গুরুতর আহত হয়ে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি। 


হিন্দু হিন্দু করেও ১০টার বেশি ভোট পাবে না অর্জুন, চ্যালেঞ্জ মদনের
কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা রায় অভিযোগ করেন, পুনর্নির্বাচনের জন্য ৫/ ১৮১ নম্বর বুথ সভাপতি বিমল বর্মনের নেতৃত্বে প্রচার চালানো হচ্ছিল | আচমকাই এলাকার প্রধান অমল বর্মন, উপপ্রধান চন্দন প্রামাণিকের নেতৃত্বে তৃণমূল কর্মীরা হামলা করে বলে অভিযোগ। মালতি রাভা রায়  বলেন, ''তৃণমূল ভোটে হেরে যাবার ভয়ে সন্ত্রাস করছে।''
যদিও তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, ''জেতার জন্য  বিজেপি বিভিন্ন জায়গায় গণ্ডগোল করে চলেছে। গণ্ডগোল হলে তার প্রতিবাদ হবেই। বিজেপি অরাজকতা সৃষ্টি করছে । তৃণমূল জেলাশাসকের কাছে অভিযোগ জানাবে , যাতে তিনি ব্যবস্থা নেন।''