নিজস্ব প্রতিবেদন: ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চলল ব্যাপক বোমাবাজি। ঘটনাকে ঘিরে উত্তপ্ত বীরভূমের চাঁদরা গ্রাম। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সিউড়ির চাঁদরা গ্রামে বৃহস্পতিবার গ্রামের কয়েকজন বিজেপির কর্মী দলীয় ব্যানার লাগাতে যান। অভিযোগ, দু-এক জায়গায় ব্যানার লাগানোর পরে সেই ব্যানারগুলিকে ছিড়ে ফেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। 


''পাকিস্তানকে প্রত্যাঘাত মমতাদিদি চাননি?'' আলিপুরদুয়ারের সভা থেকে তীব্র আক্রমণ অমিত শাহর
বিজেপি কর্মীরা বাধা দিলে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনা কথা রাতেই জানানো হয় সিউড়ি থানায়।  অভিযোগ, গ্রাম থেকে পুলিশ ফিরে এলে ফের হুমকির মুখে পড়তে হয় বিজেপি কর্মী সমর্থকদের।
শুক্রবার সকাল থেকেই গ্রামে ঢুকে কেন্দ্র বাহিনী। গ্রামের বিভিন্ন জায়গায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। তাঁরা সংগ্রহ করেন বোমাবাজির নমুনা।