নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত কেষ্টর গড়। অনুব্রত মণ্ডলের সভা সেরে ফেরার পথে তৃণমূলনেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমের দুবরাজপুরের চিনপাই গ্রামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




দুবরাজপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ও দুবরাজপুর ব্লকের যুব তৃণমূল সভাপতি কাশেমুল হকের গাড়িতে বোমাবাজি হয়। রবিবার সন্ধ্যায় তিনি চিনপাই গ্রামে অনুব্রত মণ্ডলের সভায় যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি দুবরাজপুরের আমুড়ি গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন।


১৮ জন কাউন্সিলরের সমর্থন পেলেই ভাটপাড়ায় বোর্ড গঠন বিজেপির, আজ অর্জুনের অ্যাসিট টেস্ট


অভিযোগ, গাড়ি মেটে গ্রাম থেকে আমুড়ি যাওয়ার রাস্তায় আচমকাই দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালায়। প্রথমে গাড়ি কাচ লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পরের বোমাটি চালকের পিছনের দিকে ছোড়া হয়। দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান চালক। 
তবে এই ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস।