নিজস্ব প্রতিবেদন: বুথের মধ্যে ফোন কথা বলায় বিতর্কে দুধকুমার মণ্ডল। ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




চতুর্থ দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ময়ূরেশ্বরের একটি বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ ওঠে। সেখানে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে। বিষয়টি জানতে পেরে খতিয়ে দেখতে যান বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।
অভিযোগ, তখনই বুথের মধ্যেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেন তিনি। তাঁর দাবি, '' বীরভূমের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসের খবর আসছে। বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও ভোট দিতে যেতেও বাধা দেওয়া হচ্ছে।'' এরপরই ফোনে কথা বলার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''ভোটগ্রহণ বন্ধ ছিল, তাই বুথের মধ্যেই ফোনে কথা বলেছিলাম। আমার ভুল হয়ে গিয়েছে।''  এর আগে হরকা বাহাদুর ছেত্রীও ফোনে কথা বলতে বলতেই ভোট দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।